এলিয়েন বলে কি কিছু আছে?

1 Answers   4.6 K

Answered 1 year ago

Alien শব্দের অর্থ আমরা যেটা বুঝি সেটা হল ভিন্নজাগতিক প্রাণী। মানে আমাদের এই পৃথিবী ছাড়া আরও যে সব গ্রহ, উপগ্রহ আছে সেই সব গ্রহে যদি কোন জীব থেকে থাকে তাদের কেই আমরা এলিয়েন বলে জানি। কিন্তু এখনও তার কোন সঠিক প্রমান পাওয়া যাই নি। তবে গীতাই ভগবান শ্রী কৃষ্ণ যেটা বলেছেন সেটা কিচছুটা এই রকম… Khiti Jal Pavak Gagan Sameera, Pancharachit Ati Adham Sarira ( মাটি, জল, অগ্নি, আকাশ ও বা্যু ) পৃথিবী তে যে সব জীব আছে তাদের সবার শরীর এই পাঁচ টি তত্ব দিয়ে তৈরি, এবং তিনি এটাও বলেন যে পৃথিবীর বাইরে আন্যান্য গ্রহে যে সব জীব আছে তাদের ভিন্ন ভিন্ন গ্রহের জীব ভিন্ন ভিন্ন তত্ব দিয়ে তৈরি। তার মানে এই যে, তাদের কে আমরা অত সহজে বা খালি চখে দেখতে পাব না, যদি বিজ্ঞানিরা সে রকম কোন যন্ত্র আবিস্কার করতে পারে তাহলে কোন দিন সেটা সম্ভব হতে পারে।
Telha Setu
talhasetu
359 Points

Popular Questions