এমবিএ করছি বিইউপি থেকে। খুব ইচ্ছা ব্যবসা করার। আমি কিভাবে পড়ালেখার পাশাপাশি ব্যবসা করতে পারি, যাতে মাসে ১০০০০ টাকা উপার্জন করতে পারি?

1 Answers   8.7 K

Answered 2 years ago

অনেক রকমের ব্যবসার ধরন আছে। যেমন ঝাল মুড়ি বিক্রি করেও মাসে ৩০০০০ হাজার টাকা ইনকাম করতে দেখেছি। যেহেতু এম বি এ করেছেন বই পুস্তকের জ্ঞান কাজে লাগিয়ে আশা করি ভালো একটা ব্যবসা দাড় করাবেন। একটা উদাহরণ দেইঃ

এরকম ৫/৬ টা লোক খুজেন যাদের কাজ দরকার।তাদের ৫/৬ টা রিক্সা কিনে দেন এবং প্রতিদিন তাদের থেকে ভাড়া নেন। যেমন প্রতিটি রিক্সা যদি ২০০ টাকা করে ও ভাড়া নেন তাইলে দেখবেন ৩০০০০ টাকা আসবে। মেন্টেনেন্স বাদ দিয়ে ভালো একটা আয় সম্ভব। কিন্তু অবশ্যই খুব কাছের পরিচিত ও সৎ লোক বাচাই করতে হবে।

অনলাইনে বই ও বিক্রি করতে পারেন।

এলাকায় সবজি সাপ্লাই দিতে পারেন।

Jahid Arif
jahidarif
448 Points

Popular Questions