এমন কোন মুভি কি আর হবে যেখানে আগের মত অ্যাভেঞ্জারের সবাই থাকবে?

1 Answers   2.5 K

Answered 3 years ago

MCU চাইলেই হবে।

গড অফ মিসচিফের বদৌলতে মাল্টিভার্স খুলে গেছে। সব এখন মারভেলের হাতের মুঠোয়। চাইলেই দুই চারটা ইউনিভার্স মিলিয়ে অ্যাভেঞ্জারস দের একসাথে করে মুভি বানাতেই পারে। নো ওয়ে হোম আর মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে এর কিছুটা ঝলক তো দেখলামই। সামনে মার্ভেলের পরিকল্পনা বিশাল আশা করা যায় অনেক ভালো কিছু প্রোজেক্ট সামনে দেখতে পাব।


Rakib Afsar
rakibafsar09
379 Points

Popular Questions