এমন কোন ব্যবসায়িক আইডিয়া দিতে পারবেন কি যাতে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ১০-জন মানুষের কর্মসংস্থান হবে, আর সেই টাকা ৩ বছরে উঠে আসবে?

1 Answers   13.3 K

Answered 2 years ago

আসসালামু আলাইকুম

যদি ব্যববসা করতে চান তাহলে আমি

ইলেকট্রনিক এন্ড পাইপ ফিটিংস এর দোকান দেওয়া

ছামানা গুলোর দ্বিগুণ লাভ

এতে কর্মচারিও কাটাতেন পারবেন।

দ্বিতীয়ত

রেস্টুরেন্টে দিতে পারেন যা বর্তমান সময়ে বেশ লাভ জনক।এতে অন্যজনের ও কর্মসংস্থান হবে সেটা আপনি চাইতেছেন।

তৃতীয়ত

কোন একটা ডেলিবারি সার্ভিস ওয়াকসপ খোলা এতে অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে পারবেন যদি কর্মি আর টাইম টা যথাযথ মেইনটেইন করেন!

চতুর্থত

কাপড়ের ব্যবসা করা অনলাইন নির্ভর এতে প্রচুর ডিমান্ড আছে যদি কোয়ালিটি মেইনটেইন করতে পারেন।

পঞ্চম

হোলসেল যে কোন জিনিস বিক্রি করতে পারেন এতে ব্যবসার গতি বাড়বে এবং নানান ব্যবসার দিক প্রসারণের সুযোগ সৃষ্টি হবে!

সর্বপরি সব ব্যবসার মধ্যে কর্মি লাগবে এবং অন্যজনের কর্মসংস্থান হবে, স্বল্প সময়ে মধ্যে পুঁজি গুলো আশা করি ওঠে আসবে!

ধন্যবাদ

Hafiza Sultana
hafizasultana
274 Points

Popular Questions