এমন কোন কোন ব্যবসা আছে যা থেকে আমি প্রতি মাসে ১ লক্ষ উপার্জন করতে পারবে?

1 Answers   9.8 K

Answered 2 years ago

এমন কোন ব্যবসা দেখছি না যা আপনাকে আয়ের নিচ্চয়তা দিবে। কিন্তু আপনি যদি সৎ পথে বেশি আয় করতে চান তবে আপনাকে ব্যবসা করতে হবে। ব্যবসা করার আগে আপনাকে যে বিষয় গুলো যাচাই করতে হবে , সে গুলো আমি নিচে আলোচনা করছি।

১। ধারণা ঃ মানুষের বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরনের মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষে বৈধ পথে আরথিক লেনদেন ই ব্যবসা ।

২। আপনার দক্ষতা ঃ যে কোন কাজ কিংবা ব্যবসা যাই করেন সে বিষয়ে আপনার কতোটুকু দক্ষতা আছে আগে তা যাচাই করুন।

৩। ব্যবসা পরিকল্পনা ঃ যে ব্যবসায়ে আপনার দক্ষতা আছে বলে আপনার ধারণা জন্মায় সে অনুযায়ি সঠিক পরিকল্পনা করুন। সঠিক পরিকল্পনা যে কোন ব্যবসায়ের ৫০% সফলতা অর্জনের সহায়ক। ব্যবসায়ের ধরণ অনুযায়ি স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীঘ মেয়দী পরিকল্পনা করুন।

৪। মূলধন যোগান ঃ ব্যবসায়ের পরিকল্পনা অনুযায়ি যে পরিমান মূলধনের প্রয়োজন ব্যবসা শুরুর আগে মূলধনের যোগান নিশ্চিত করুন । ব্যক্তিগত অরথায়নে মূলধন যোগান না হলে । দ্বিতীয়, তৃতীয় উৎস হতে মূলধন যোগান ব্যবস্তা করুন।

৫। পণ্য নির্বাচন ঃ আপনি কি পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করবেন সে পণ্য বা সেবা নির্বাচন করুন।

৬। বাজার বিশ্লেষণ ঃ আপনি যে পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করবেন সে পণ্য বা সেবার ভোক্তার (পণ্য বা সেবা ভোগ কারির ) কতটুকু চাহিদা আছে তা বিশ্লেষণ করুন।

৭। পণ্য বা সেবার সরবরাহ ঃ ভোক্তার চাহিদা অনুযায়ি আপনি কোন উৎস (নিজে উৎপাদন করবেন নাকি অন্য কোন উৎস ) হতে পণ্য বা সেবা সরবরাহ করবেন সে বিষয় নিশ্চিত হতে হবে আপনাকে।

৮। মান ও মূল্য সমতা ঃ আপনি যে পণ্য বা সেবা ভোক্তা কে দিচ্ছেন সে পণ্য বা সেবার মূল্য আর সাথে পণ্য বা সেবার মান এর সমতা আছে কিনা তা যাচাই করতে হবে।

৯। দক্ষ কর্মী নিয়োগ ঃ ব্যবসায়ে সফলতার জন্য দক্ষ কর্মীর বিকল্প নেই ।

১০। আবেগ ও আত্মীয় ঃ ব্যবসায়ের ক্ষেত্রে আবেগ এবং আত্মীয় দের এড়িয়ে চলুন । একটি সফল ব্যবসা উপর থেকে নিছে নামানোর জন্য এ দুটি জিনিস ই যতেস্ট । এ দুটি বিষয় আমার ব্যক্তিগত জীবন থেকে উপলব্দ।

১১।দূরদর্শিতা : ব্যবসায়ে সফলতার জন্য আপনাকে অবশই দূরদর্শিতা সমন্ন একজন ব্যক্তি হতে হবে। ব্যবসায়ের বর্তমান অতীত এবং ভবিষ্যত এ তিন বিষয়ের উপর আপনার চিন্তা শক্তি থাকতে হবে।



Sopnil Sopno
sopnil.sopno
487 Points

Popular Questions