এমন কোন কোন জিনিস আমরা করি, যেগুলোর আসলে আমাদের জীবনে বিশেষ কোনও অর্থ নেই?

1 Answers   1.8 K

Answered 2 years ago

১। পরীক্ষা হয়ে যাওয়ার পর, ভুল উত্তর দেয়া নিয়ে চিন্তা করে মন খারাপ করা,

২। মানুষের চেহারা, আকৃতি, অর্থাৎ, ফর্সা, কালো, রোগা, মোটা, লম্বা, বেটে, ইত্যাদিকে গুরুত্ব দেয়া,

৩। অন্যের সার্থকতার সাথে নিজের অবস্থানকে তুলনায় এনে, দু:খ পাওয়া,

৪। নিজের যোগ্যতার তুলনায়, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য উচ্চাশা করা,

৫। অন্যের কাছ থেকে প্রত্যাশা করা, এবং করে, প্রত্যাশা পূরণ না হলে, দু:খ পাওয়া,

৬। অতীতের কথা ভেবে, নস্টালজিয়ায় ডুবে, বর্তমানকে গুরুত্বহীন করে তোলা,

৭। মানুষের সাথে খারাপ ব্যবহার করা, প্রতিশোধ স্পৃহা পোষণ, লালন, এসব করা,

Suriya Prema
suriyaprema
300 Points

Popular Questions