এমন কোন ইনকাম সোর্স এর বিষয়ে বলবেন কী? যার মাধ্যমে কোন ইনভেস্টমন্টে ছাড়াই বিটকয়েন আয় করা যায়?

1 Answers   5.5 K

Answered 2 years ago

বিটকয়েনের কথা বলতে পারবো না তবে বিটকৈনের মতোই Pi কয়েন নামে একটি নতুন ক্রিপ্টোকারেন্সি আছে যেটি এখনো লিস্টেড না। তবে ভবিষ্যতে এটি মার্কেটে লিস্টেড হলে ভালো দাম পাওয়া যেতে পারে।

পাই নেটওয়ার্ক বর্তমানে তার ব্যাবহারকারী বৃদ্ধি করার জন্যে মোবাইলে মাইনিং করার সুযোগ দিচ্ছে। প্রতি ২৪ ঘন্টায় একবার মাইনিং করে আপনি ৩-৪ পাই কয়েন ইনকাম করতে পারেন।

বর্তমানে পাই কয়েনের দাম এখনো নির্ধারিত না তবে এক একটির দাম ভবিষ্যতে ১০০ ডলার বা ১ ডলারও হতে পারে বা তার চেয়ে কমও হতে পারে। যদি এটি লিস্টেড হয়। লিস্টেড না হওয়ার কোনো সম্ভাবনা এখনো নেই কারণ এর ব্যাবহারকারী বর্তমানে ৩৩+ মিলিয়ন। এখনে জটিল কেনো কাজ নেই, প্রতিদিন এবার এপে ঢুকে শুধু একটা ক্লিক করতে হবে। ৫ সেকেন্ডের কাজ।

চাইলে আপনিও মাইনিং শুরু করতে পারেন নিচের লিংক থেকে এপ ডাউনলোড করে। https://minepi.com/Dipakumar555

এবং ইনভাইটেশন কোড হিসেবে 'Dipakumar555' এটি ব্যাবহার করতে হবে।

এতে কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না। প্রতিদিন জাস্ট একটা ক্লিক করতে হবে।

বর্তমানে pi কয়েন আনঅফিশিয়াল ভাবে আনঅফিশিয়াল রেটে বিক্রয়ও হচ্ছে। তাই মাইনিং করতে করতে ১০০+ π হলে আমাকে জানাতে পারেন আমি সেটি কিনে আপনাকে বিকাশে টাকা পে করে দিবো সেটির বর্তমান মুল্য অনুযায়ী।১০০+ π হতে যদিও এক খুব বেশি হলে দেড় মাস সময় লাগবে তার বেশি না।

বিঃদ্রঃ এটি ১০০% বিশ্বাসযোগ্য আমি নিজে এখান থেকে ইনকাম করেছি এবং করছি।

Happy earning

Sakib Uddin
Sakib23
297 Points

Popular Questions