এমন কোন অ্যাপ রয়েছে, যা খুবই দরকারী, কিন্তু এর ব্যাপারে বিশ্বের ৮০% লোকই জানে না?

1 Answers   3.4 K

Answered 2 years ago

অনেকে আছে দৈনন্দিত ব্যস্ততার চাপে জরুরি কাজ করতে ভুলে যায়। আবার অনেক সময় কোন গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখতে হয়। শিক্ষার্থীদের ক্লাস রুটিন, সারাদিনের স্কেজুয়াল ইত্যাদি করার জন্য সুবিধা অনুসারে সময়কে ভাগ করতে হয়। যাদের ব্যাংকে লেনদেন করতে হয়, বিভিন্ন তারিখ মনে রাখার ঝামেলা আছে তাদের। এইসব কাজে সহযোগিতা করতে আছে বিভিন্ন টুডো এপ। এ পর্যন্ত অনেক টুডো এপ ব্যবহার করেও একেবারে মনমতো পাই নি। সেই ক্ষেত্রে এনিডু এপ বেটার লেগেছে। এটা অনেক গোছানো আর সহজ।


Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions