এমন কোন অ্যাপস বা টেকনোলজি আছে যার দ্বারা নিজের ফোনের আউটগোয়িং এবং ইনকামিং কল রেকর্ড অন্য কেউ জানতে পারে?
12
0
1 Answers
12.1 K
0
Answered
3 years ago
অনেক অ্যাপেই ফোন নামক পারমিশন এনাবেল থাকে, এর মাধ্যমে তারা অ্যাাপ থেকে কল করা বোঝালেও আসলে তারা ফোন কলের সকল পারমিশন পেয়ে যায়। তারা চাইলেই পারে সকল ধরনের কল রেকর্ড সংগ্রহ করতে। এছাড়াও টেলি কমিউনিকেশন ও সরকারি গোয়েন্দা সংস্থার কাছেও রেকর্ড থেকে যায়।
abduladi publisher