এমন কোনো সাইট বা কোনো অ্যাপ আছে কি, যেখান থেকে প্রতিদিন ১০০ টাকা করে আয় করতে পারবো আর বিকাশ বা নগদ-এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবো?

1 Answers   7.4 K

Answered 2 years ago

কোনো কাজ করা ছাড়া তো কেউ আপনাকে এমনিতে কিছু দেবেনা। আপনি কি কাজ জানেন সেটাও উল্লেখ্য করেননি। তাছাড়া এমন কোনো সাইট বা অ্যাপও নেই। যেগুলো আছে এগুলো এড ভিত্তিক। আপনাকে কয়েকঘন্টা সময় দিয়ে এড দেখতে হবে আপনি কিছু পয়েন্ট পাবেন সেগুলো তাদের কনভার্সন রেট অনুযায়ী ডলারে কনভার্ট হবে। কিন্তু এধরনের সাইট বা অ্যাপ গুলো সম্পূর্ণ স্ক্যাম। তাই এসব নিয়ে বসে না থাকাই ভালো।

সবচেয়ে ভালো উপায় হলো আপনার যদি অলরেডি কোনো স্কিল থাকে তাহলে সে বিষয়ক কাজ খুজুন আশেপাশে বা সোশ্যাল মিডিয়া গ্রুপে বা লিংকডইনে। আর যদি না থাকে তাহলে সময় দিয়ে কোনো কাজ শিখুন। টাকা আয় করা সহজ কিছু না এর জন্য পরিশ্রম করতেই হবে।


Ahmed Tahsan
ahmedtahsan
305 Points

Popular Questions