এমন কোনো দক্ষতা বলবেন কি, যেটা এক-দুই মাসের মধ্যে সম্পূর্ণ করা যাবে এবং ফ্রিল্যান্সিং সাইটগুলোতে খুব সহজেই কাজ পাওয়া যাবে?

1 Answers   12.8 K

Answered 3 years ago

হ্যা অবশ্যই এমন কিছু কাজ আছে যা আপনি মনোযোগ দিয়ে শিখলে ১/২ মাসের মধ্যে শিখেই কাজে লেগে পড়তে পারেন। যেমনঃ


১/ Canva ডিজাইনঃ Canva মূলত একটা ফটো টেম্পলেট অনলাইন টুল। অনেকেই ইন্সট্যান্ট সোশ্যাল মিডিয়া ডিজাইন কিংবা ইভেন্টের জন্য ব্যানার ডিজাইন চায়। আপনি টপিকের সাথে মিল রেখে ইন্সট্যান্ট বানিয়ে দিবেন। ইউটিউবে সার্চ করতে শিখে নিতে পারেন।


২/ AI Writing : বর্তমানে অনেক অনেক এ আই রাইটিং টুল আছে। এর মধ্যে আমি Closers Copy এবং Writly ব্যাবহার করি। আপনি যদি ইংলিশে একটু ভালো হন এই টুলগুলো দিয়ে আর্টিকেল বানিয়ে সার্ভিস দিতে পারেন।


৩/ Personal Assistant : আপনি যদি মুটামুটি গুগলে রিসার্চ + অফিস টুলগুলো পরিচালোনা করতে পারেন তাহিলে ফাইভারে পার্সোনাল এসিস্টেন্টে গিল খুলতে পারেন।


৪/ ফেসবুক বুস্টিংঃ একসময় আমি নিজেই এই সার্ভিস দিতাম। শিখতে তো এক সপ্তাহও লাগেনা। তবে আপনার ক্রেডিট কার্ডের ব্যাবস্থা থাকতে ভালো।


৫/ রেডিমেট পেজ বিল্ডার টেম্পলেটঃ প্রায় সব পেজ বিল্ডারের রেডিমেট কিছু ডিজাইন করা থাকে। এগুলো অনেকে সেটাআপ করে দিয়ে সার্ভিস দেয়। কিংবা Theme Forest থেকে ক্লায়েন্ট থীম কিনে দিলে আপনি শুধু ডকুমেন্টেশন দেখে দেখে ইন্সটল করে দিবেন।


আপাতত এই ৫টা মাথায় এসেছে। এগুলা সব আমার বাস্তবে দেখা ছোট ছোট কাজ। অনেকেই এগুলো করছে। ফাইভারে সার্চ দিলেই পেয়ে যাবে। তবে এসকল কাজের প্রাইজও কম। কম হওয়াটাই স্বাভাবিক। এবং এসব কাজের প্রতিযোগিতাও বেশি।


Nirob Khan
nirobkhan
300 Points

Popular Questions