এমন কোনো অ্যাপ বা ওয়েবসাইট আছে কি যা আমার মতো দেখতে মানুষদের খুঁজে পেতে সাহায্য করবে?

1 Answers   7.8 K

Answered 3 years ago

অনেকে নিজের প্রতিরূপ বা যমজ দের ইন্টারনেটে খুজে বেড়ায়, সেই সব লোকের এখন বেশি খোঁজার দরকার নেই।সত্যি বলতে খুব একটি দারুন প্রশ্ন করলেন, এ প্রশ্ন নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করলাম; অবশেষে দুটো ওয়েবসাইটের সন্ধান পেলাম। যা সম্পূর্ণ আপনার মুখের প্রতিরূপ দের খুঁজে আনবে।
Pimeyes – এটির সার্চ ইঞ্জিন অনেকটা গুগলের মত,আপনি নিজের ফটো আপলোড করবেন এবং আপনার মুখের মত অন্য লোকের মুখ ইন্টারনেট থেকে খুঁজে এখানে দেখাবে। কিন্তু মোবাইল থেকে এটি আপলোড করা অনেক কঠিন। তাছাড়া ওরা লিংক দিতে টাকা চায়। ইঞ্জিন মোটামুটি ভালো আছে।[1]
Twinstrangers – এর সার্চের পদ্ধতি আলাদা হলেও কাজ একই।এই ওয়েবসাইটটি আপনি মোবাইলের সাহায্যে ব্যবহার করতে পারবেন। বলা হয় অনেকেই নিজের প্রতিকৃতি দের খুঁজে পেয়েছেন।[2]
আশাকরি এগুলো ভাল লাগবে, আরও অনেক ওয়েবসাইট আছে সেগুলি আপলোড করা ছবির যমজ বার করে।

Alia Khatun
Alia Khatun
553 Points

Popular Questions