এমন কোনও সাইট আছে কি, যেখানে আয় করে আই নগদ অ্যাকাউন্টে আনতে পারি?

1 Answers   3.4 K

Answered 3 years ago

হা পারবেন, আশা করি আপনার নগদ একাউন্ট আছে তাই নগদের কথা বলেছেন।

অনলাইন থেকে আয় করতে হলে আপনাকে দক্ষ হতে হবে। Affiliated Marketing করতে পারেন। Online Shopping In Bangladesh With Home Delivery - Daraz.com.bd তে।ওরা সম্ভবত বিকাশ এবং নগদে ও টাকা পেমেন্ট করে থাকে মনে হয়।

আপনি আগে ভালো করে একটা নিশ সিলেক্ট করে Affiliated Marketing সম্পর্কে ভালো করে জেনে তারপর Daraz থেকে আয় করতে পারেন।

তার জন্য আপনার প্রয়োজন নিজেকে দক্ষতা করা। নিজেকে দক্ষ করতে গেলে YouTube নিয়ে লেগে থাকেন তাহলে ভালে মতো শিখতে পারবেন। না হয় ই-কমার্স ব্যবসা শুরু করতে পারেন। যায় শুরু করেন না কেনও তার আগে ভালো করে জেনেশুনে সেই ফিল্ডে কাজ করাই ভালো।

এই উওর টি দেখতে পারেন এ-ই রকম করতে যাবেন না সময় লস ছাড়া আর কিছুই না।

Daraz নিয়ে কাজ করুন বাংলাদেশ বসে ভালো আয় করা সম্ভব। পেমেন্ট বিকাশ, নগদ, এবং ব্যাংকে ও নিতে পারবেন আশা করি।


Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions