এমন কী পেশা বা কোনো স্কিল আছে, যেটার এখন তেমন চাহিদা নাই (আর্থিক ভাবেও) কিন্তু পরবর্তিতে এর চাহিদা বাড়তে পারে, যেখান থেকে ভবিষ্যতে আর্থিকভাবে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে?

1 Answers   8 K

Answered 2 years ago

(ব্যক্তিগত ভাবে মনে হয়)

চামড়া।

তবে তা অনেক সময়সাপেক্ষ ও ডেডিকেটেড টিম এর প্রয়োজন।শুধুমাত্র ১ বছর লাগতে পারে প্রস্তুত করতে এরপর সেটার কোয়ালিটি টেস্টিং এর জন্য এক্সপার্ট এর প্রয়োজন যা মনে হয় না আমাদের এই ভাংগাদেশে অফিসিয়াল মুখস্থবিদ্যাপিঠ এর মার্কা আবালদের মধ্যে পাওয়া সম্ভব।হয়তোবা আছেন যিনি বসে আছেন এককোনায়।

সবকিছু ঠিকঠাক ভাবে হলে এরপর সেই অনুযায়ী ছোটখাটো ভাবে একটা ট্যনারি ও মেশিনারিজ লাগবে।শুধুমাত্র ডেডিকেটেড প্রোডাকশন এর উদ্দেশ্যে।

[এটা শুধুমাত্র আমার মতামত।আমার উত্তর দেখে মনে হতে পারে আপনার আমি পাগল নাকি কোন আবার।হতেও পারে।তবে আমি মে বি সঠিকভাবে এক্সপ্লেইন করতে পারিনা আর ব্যক্তিগত ভাবে যদি কোটিপতি হতাম হয়তো এতোদিনে ডেভেলাপ করেই ফেলতাম প্রজেক্ট[

Lion Ahmed
lionahmed
335 Points

Popular Questions