এমন কী দারুণ তথ্য রয়েছে, যেটি আমাদের অনেকেই জানেন না?

1 Answers   14.3 K

Answered 2 years ago

আপনি কী কোনোদিন লক্ষ করেছেন, বাংলাদেশের পতাকায় লাল বৃত্তটি সম্পূর্ণ মাঝখানে অবস্থিত নয়।

এটার জন্য একটি নিদারুন কারণ রয়েছে।

যখন পতাকাটি হওয়াতে উড়তে থাকে, লাল বৃত্তটি একটি illusion তৈরী করে।

আপনি যতবেশী সময় ধরে পতাকাটির দিকে তাকিয়ে থাকবেন, লাল বৃত্তটি ততই মাঝখানে আসতে থাকবে।

এটা দারুন তাই না ?


Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions