এমন কি কোনো মোবাইল অ্যাপ আছে, যা দিয়ে কাউকে কল দিলে নিজের নম্বর দেখাবে না এবং সেই নম্বর থেকে কল দিলে কল আসবে না?

1 Answers   1.9 K

Answered 2 years ago

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

বর্তমানে এমন অ্যাপ রয়েছে যেগুলো থেকে কল দিলে নিজের নাম্বার শো করে না তাদের দেওয়া নাম্বার শো করে। ওই সকল অ্যাপ গুলোতে রেজিস্ট্রেশন করলে তারা একটি নির্ধারিত নাম্বার দেন কল করলে তখন ওই নাম্বারটি শো করে। এবং এই অ্যাপ গুলো তে রিচার্জ করার সিস্টেমটা সুন্দর এবং সুবিধাজনক, বিকাশ রকেট নগদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে রিচার্জ করা যায়।

এই অ্যাপ গুলো থেকে প্রসিদ্ধ কয়েকটি অ্যাপের নাম লিখছি।

Alaap —btcl calling app

Brilliant connect

Amber it

এছাড়াও ICC tellk এটি একটি আইপি নাম্বার বানানোর কোম্পানি তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে আপনি একটি আইপি নাম্বার পেয়ে যাবেন ওই আইপি নাম্বারটি কোন একটি আইপি সেটআপ করা যায় এমন অ্যাপ ইন্সটল করে সেটআপ করে নিতে পারবেন।


Mohon Ali
Mohon Ali
661 Points

Popular Questions