Answered 2 years ago
বেশির ভাগ মানুষই জানে না যন্ত্রবিজ্ঞান এবং আধুনিক প্রকৌশল বিদ্যা কার হাত ধরে শুরু হয়েছিলো।
রোবোটিকস এর জনক বলতে আমরা জোসেফ এঞ্জেলবার্জার কে বুঝি। প্রকৌশলী বিদ্যা ৭০০০ খ্রিস্টপূর্বেও মহেঞ্জোদারো তে ছিলো।
কিন্তু এই রোবোটিকস এবং প্রকৌশলী বিদ্যায় আধুনিকতার বিপ্লব ঘটান ইসমাইল আল জাযারি।
আল জাযারি (পুরো নামঃবাদি আয-যামান আবু আই-আইয ইবনে ইসমাইল ইবনে আর-রাযায আল-জাযারি) ১১৪৬ খ্রিস্টাব্দে মেসোপোটেমিয়ার জাযিরায় জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ১২০৬ খ্রিস্টাব্দে।
তিনি একাধারে পন্ডিত, আবিষ্কারক,যান্ত্রিক প্রকৌশলী, শিল্পী, চিত্রকর,কারিগর এবং গণিতজ্ঞ ছিলেন।
অনেকে তাকে আধুনিক যন্ত্রবিদ্যা এবং প্রকৌশল বিদ্যার জনক হিসেবে বিবেচনা করেন।
তাকে প্রাশ্চাত্যের দ্য ভিঞ্চি বলা হয়।
সে তার বই The Book of Knowledge of Ingenious Mechanical Devices, ১২০৬ (কিতাব ফি মারিফাত আল-হাইয়াল আল-হান্ডাসিয়া) এর জন্য অধিক পরিচিত।
এই বইটিতে ৫০ টি যন্ত্রের বর্ণনা এবং তৈরি পদ্ধতি বর্ণনা করা হয়েছে।
তার শ্রেষ্ঠ অবদান হাতি ঘড়ি ( পানি এবং হাতি ব্যবহার) এবং আধুনিক যান্ত্রিক ঘড়ি।
তার বই থেকে সংগ্রহীতঃ
তার অঙ্কিত হাতি ঘড়ি
পানি শক্তি ব্যবহার করে প্রথম ফ্ল্যাশ ট্যাংক (ফ্ল্যাশট্যাংকের আবিষ্কারক তিনি)
তার অঙ্কিত পানি শক্তি ব্যবহার করে যন্ত্র চালনা (হাইড্রলিক যন্ত্র) বর্ণনাসহ
renurekhena publisher