এমন কিছু জিনিস কী, যা আত্মীয়রা কখনো উপলব্ধি করতে পারে না?

1 Answers   7.4 K

Answered 2 years ago

আমাকে প্রশ্ন টি করার জন্য ধন্যবাদ জানাই। বাঙালী সমাজে এর ভুরি ভুরি উদাহরণ আছে! যতগুলি মনে আসছে লিখতে চেষ্টা করছি!

১) মানুষের ব্যক্তিগত একটা জীবন আছে। সেখানে নাক গলানোর একটা সীমা আছে!

২) সকলের ছেলেমেয়েরা আপনার ছেলেমেয়েদের মতো অতি মেধা সম্পন্ন ও অল্পবয়সেই সুপ্রতিষ্ঠিত হবেই তার কোনো কথা নেই!

৩) JEE ক্র্যাক করতে না পারলেই সকলের জীবন বৃথা যায় না!

৪) বিয়েটা যে করবে তার সিদ্ধান্ত,আত্মীয়দের মাথাব্যথার কারণ নেই!

৫) কেবল "যার নেই কোনো গতি সে করে ব্যবসাপাতি" এটা সর্বৈব মিথ্যা! ব্যবসা করতে গেলে শুধু পুঁজি থাকলেইহয় না,রীতিমতো অধ্যবসায় দরকার।

৬) সরকারী দপ্তরগুলির বেসরকারীকরণ সমর্থন করব,অথচ আত্মীয়ের বাড়ির মেয়েটিকে বেসরকারী চাকুরে বা ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিলে ঠোঁট উল্টে নাক সিটকানো দ্বিচারিতা ছাড়া কিছুই নয়!

৭) সাময়িক সমস্যায় বা চিকিত্সার জন্য আত্মীয়দের অর্থ সাহায্য না করতে পারলে, মৌখিক সহানুভূতির ও দরকার নেই! সুসময়ে সামাজিক অনুষ্ঠানে গুষ্টিসুদ্ধ সকলকে নিয়ে ভোজ খেতে যাওয়ার সময় সেটা স্মরণে রাখা উচিত!

৮) বৃহত্তর /যৌথ পরিবারের সুযোগ সব নেব, অথচ তার জন্য এতটুকু স্বার্থত্যাগ করতে অনিচ্ছুক হলে একসময় সকলে আপনার প্রকৃত রূপ চিনে আপনার ব্যবহার আপনাকেই ফিরিয়ে দেবে!

৯) চারদিকে মেয়েরা সৎভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আত্মীয়ের মেয়েটি বেসরকারী প্রতিষ্ঠানের চাকরি করে দেরীতে বাড়ি ফিরছে মানেই কুৎসিত কিছু কল্পনা করে মানসিকভাবে বিকৃত মানুষেরা!

১০) দামী উপহার নিয়ে চারচাকায় যাঁরা আসতে পারেননি তাঁরাও আপনার আত্মীয় — হয়তো আত্মার সঙ্গে ঘনিষ্ঠতা একটু বেশি ও হতে পারে। সুতরাং আপ্যায়নে খামতি রাখা অনুচিত।

১১) নিঃসন্তান দম্পতি মানেই তাদের সব সঞ্চয় আত্মীয়দের মধ্যে বিলিয়ে দিতে বা আপনাকে যখন চাইবেন দেওয়ার জন্য রাখছেন না!

১২) জীবনে সফল আত্মীয়ের সাফল্যের কাহিনি শুনতে ভোজবাড়িতে কেউ যায় না!

১৩) আপনি যার বাড়িতে কখনো আতিথেয়তা গ্রহণ করেছেন বা ভবিষ্যতে করবেন, তারা আপনার বাড়ি এলে শীতলতা দেখাবেন না!

১৪) ভোজবাড়ি থেকে ফিরতে না ফিরতেই সমালোচনা শুরু করতে বসে গেলে আপনার চারিত্রিক অধঃপতন ই শুধু হবে না, বাড়ির শিশুরাও কুশিক্ষা পাবে!

১৫) আপনি দীক্ষা নিয়েছেন বা ঈশ্বরে বিশ্বাস করেন না দুই দিক থেকেই আপনার আত্মীয় স্বজন এতটা উচ্চ মার্গে উঠতে পারেন নি। সুতরাং কাউকে প্ররোচিত করবেন না!

আরো আছে তবে এইমুহূর্তে এইগুলোই মনে এলো!

Ria Khatun
riakhatun
264 Points

Popular Questions