এমন কিছু চলচ্চিত্রের নাম বলবেন কি, যেইগুলি দেখার পর মনে হবে সত্যিই সময়টা কাজে লেগেছে?

1 Answers   10.4 K

Answered 1 year ago

এখানে শুধুমাত্র একটা নির্দিষ্ট জনরার মুভি নিয়ে কথা বলবো,সেটি হচ্ছে Time Loop.Time Travel না,Time Loop.Time Loop হচ্ছে একটা Time বা সময়ের Loop বা চক্র,যা ভবিষ্যৎ এ বা গিয়ে চক্রাকারে অতীতে নিয়ে আসে(এই সংজ্ঞা BCS,Upsc তে আসার সম্ভাবনা আছে)।ঘটনাটা এমন আপনি রাতে ঘুম থেকে উঠার পর দেখলেন আগামীকাল না উঠে আজ বা পুনরায় একই দিনে উঠেছেন।Time Loop নিয়ে বানানো পৃথিবীর প্রায় সকল মুভিই আমার দেখা শেষ।সেগুলারই List উল্লেখ করে দিচ্ছি👇 Maanadu টাইম লুপ নিয়ে দেখা প্রথম মুভি।অসাধারণ একটা মুভি,টাইম লুপের সাথে সাউথ ইন্ডিয়ান মুভির মাসালার কম্বোটা সেই হয়েছে।তবে মুভিটায় টাইম লুপের যে এক্সপ্লেনেশন দেয়া হয়েছে তা Illogical লাগতে পারে।তবে টাইম লুপ বিষয়টাই যেখানে বাস্তবে প্রমাণিত না সেখানে লজিক খাটিয়েই বা কি লাভ।মুভিতে বেস্ট পার্ট ভারতে কিভাবে ধর্মীয় দাঙ্গাকে কাজে লাগিয়ে ভোটব্যাংক আনা যাত তা তুলে ধরা হয়েছে।ভারতের বর্তমান পরিস্থিতিকে খুব সুন্দর ভাবে ইউনিক কন্সেপ্ট,টানটান উত্তেজনার স্টোরিলাইন আর সাউথ ইন্ডিয়ার মাসালা দিয়ে প্রেজেন্ট করা হয়েছে।Must Watch. Edge of Tomorrow টম ক্রুজের অসাধারণ অভিনয়,প্রচুর একশন,War আর টানটান উত্তেজনা নিয়ে নির্মিত সিনেমা,আরকি চাই!Time Loop নিয়ে নির্মিত আমার সবচেয়ে পছন্দের সিনেমা। Groundhog day টাইম লুপ নিয়ে নির্মিত সম্ভবত পৃথিবীর প্রথম সিনেমা।Time Loop কে ফানি আর রোমান্টিকভাবে দেখানো হয়েছে।১৯৯৩ এর সিনেমা বলে বোরিং ভাববেন না,খুবই entertaining একটা মুভি। Imdb rating 8 Source Code মুভির ইমোশনাল আর ফিলোসোফিক্যাল Angle টা ভালো লেগেছে।বেঁচে থাকার তীব্র আকুতি,জীবনের প্রতি মোহের সুন্দর দৃষ্টান্ত।শেষে feel good অনুভূতি আসে।Time Loop মুভিগুলোর মাঝে অবশ্যই আলাদা ভাবে stand করবে। Boss level সুন্দর Entertaining Action মুভি।চিল মুডের Action মুভি দেখতে চাইলে বেস্ট অপশন।কিছু Assassin নায়ককে মারতে চাইছে।নায়ক যতই বাঁচার চেষ্টা করুক,সে দিন শেষে মারা যাবেই।কিন্তু মৃত্যুর পর তার দিন আবার নতুন করে শুরু হয়।নায়ক কি পারবে সময়ের এই চক্র ভাঙতে? End of Everything Ed Sheeran এর Perfect গানের মেয়েটার অভিনীত মুভি।ট্রাজিডি মুভি হিসেবে সিনেমার শেষটা হৃদয়কে নাড়া দিয়ে।Time Loop নিয়ে মুভিগুলোর মাঝে এটার explanation ভালো লেগেছে। নায়িকা তার বান্ধবীদের নিয়ে পার্টিতে যায়,কিন্তু আসার পথে এক্সিডেন্টে মারা যায়,এবং সে আগের দিন সকালে গিয়ে ঘুম থেকে উঠে,এভাবে প্রতিবার একই দিন repeat হয়,নায়িকা কি পারবে আগামীকাল এ যেতে? মুভির Ending Explanation নিচে দেয়া আছে। Palm Springs কমেডি রোমান্টিক জনরার সুন্দর মুভি।নায়িকা এক পাহাড়ের মধ্যে গিয়ে সময়ের চক্রে আবদ্ধ হয়,কিন্তু সে জানতে পারে নায়ক এই সময়ের চক্র আরো বহুদিন ধরে আটকা। বেশি মাথা না খাটিয়ে pure chill entertaining মুভি দেখতে চাইলে এই স্প্যানিশ ভাষার ম্যাক্সিকান মুভি দেখতে পারেন। Happy death day এক মেয়ে প্রতিবার খুন হয়,আর খুন হবার পর একইদিন সকালে জেগে উঠে,কমেডি মুভি সাথে কিছুটা thriller এর ছোঁয়া। ARQ এই মুভিটা তেমন ভালো লাগেনি।একটা বাড়িতেই মুভিটা shoot হয়েছে।নায়ক এক পাওয়ার জেনারেটর বানায়,যেটা নিজে থেকে নিজেকে লুপে রিসেট করে,কিন্তু এর ফলে টাইমও রিসেট হয়ে টাইম লুপের সৃষ্টি হয়।এই প্রযুক্তিটা কিছু Terrorist group এর চাই বিশ্বকে দখল করতে,যদিও পৃথিবী বাঁচানোর মতো কিছু ঘটে নি। Jagnu রোমান্টিক সায়েন্স ফিকশন টাইম লুপ মুভি,এক্সেপ্টেশন অনেক কম নিয়ে দেখতে বসছিলাম,IMDB Rating বেশ কম,তবে ভালোই লেগেছে।এক ডাক্তার হঠাৎ টাইম লুপে আটকা পড়ে,আর লুপের শেষে প্রতিবার তার স্ত্রী মারা যায়।নায়ক কি পারবে তার স্ত্রীকে বাঁচাতে? The map of tiny perfect things খুবই বোরিং রোমান্টিক টাইম লুপ নিয়ে লাভ স্টোরি,কিন্তু Ending টা জোস।মুভিতে নায়ক দীর্ঘদিন ধরে টাইম লুপে আটকা,হঠাৎ একদিন জানতে পারে সে একা নয় আরো একটা মেয়ে এই টাইম লুপে আটকা।স্বাভাবিক এটা Love story—র দিকেই যাবে।Ending টা দেখার জন্য হলেও মুভির স্টোরিটা worth watching. মুভির এক্সপ্লেনেশন নিচে দেয়া আছে। Loop Lapeta Time Loop এর বানানো একমাত্র মুভি যেটা মোটেও পছন্দ হয়নি,এটা Run Loola Run এর রিমেক।তাপসী পান্নুর Dobaara দেখে অতি আবেগে মুভিটা দেখতে বসি বোনকে নিয়ে,আর প্রচন্ড হতাশ হই।এই মুভি দেখে সময়ের অপচয় করবেন না। Run Lola Run Loop Lapeta দেখে ভাবলাম রিমেক হয়েও এতো বাজে কেন?তাই Original মুভিটা দেখতে বসি,অরিজিনাল মুভিটা Loop Lapeta থেকেও জঘন্য।এটাও দেখে সময় নষ্ট ভিন্ন কিছু না। Game Over খুবই অসাধারণ মুভি।এক গেইম ডেভেলপার নারী গণধর্ষণের শিকার হয় এবং এরপর থেকে মেন্টাল ট্রমায় ভুগতে থাকে।হঠাৎ একদিন তার বাসায় কিছু মুখোশ পড়া লোক ঢুকে তাকে হত্যার চেষ্টা করে।নায়িকা কি পারবে এবার নিজেকে রক্ষা করতে? মুভিটা ending explanation এই আসল মজা লুকিয়ে।আমি শেষে মুভিটার explanation দিয়ে দিবো নে। এই পর্যন্ত মুভিগুলো Time Loop এমনভাবে হয় যে,Protagonist ঘুম থেকে উঠলে বা মারা গেলে সে পূর্বের দিন থেকে আবার দিন শুরু হয়।নিচের সিনেমাগুলো এমন নয় বরং পুরো স্টোরিটা একটা Continuous Loop তৈরি করে। Looper Time Loop নিয়ে Deep Philosophical কিছু দেখতে চাইলে এই মুভিটা দেখে ফেলুন। Triangle আমার দেখা সেরা মুভির তালিকায় অবশ্যই মুভিটা থাকবে।সবাই বলে এটা বোঝাই যায় না,বিষয়টা এমন না,ঠান্ডা মাথায় খাতা কলম নিয়ে একটু ভাবলেই মুভিটা বোঝা সম্ভব।মুভিটা open ending না।গ্রীক মিথোলজি সাথে ভয়,অসাধারণ কম্বো। এক লাইনে বললে,নিজে বাচতে হলে খুন করতে হবে নিজেকেই,আত্মহত্যা নয়,বরং খুন। Predestination অসাধারণ মুভি,শুধুমাত্র এক লাইনে বললে,নিজের সাথে নিজে সেক্স করা কি সম্ভব?বিদ্র:মুভিতে কোনো sex scene নেই। Project Almanac কিছু ছেলে মেয়ে তাদের বাসার গ্যারেজে তার বাবার বানানো টাইম মেশিনের প্রোটোটাইপ পেয়ে যায়,তারপর টাইম মেশিন বানিয়ে চলে যায় অতীতে।সিনেমাতে Time machine বানানোটা অনেক সময় নিয়ে দেখানো হলেও ripple effect টা ঠিকভাবে দেখানো হয়নি,এটা lazy writing ছাড়া কিছু না। The Butterfly effect আমার দেখা সেরা মুভির একটি।মুভিটা এতো সুন্দর হবে কল্পনাতেও ছিলো না।৪টা ভিন্ন ending আছে মুভিটার,ইউটিউবে পাবেন। হলিউড মুভিতে বাংলাদেশের রেফারেন্সটা সেই ছিলো। নায়ক একপ্রকার স্মৃতিজনিত রোগে আক্রান্ত,সে ডাইরিতে তার বিভিন্ন ঘটনা লিখে রাখতো,পরবর্তীতে সে এই ডাইরি পড়ে অতীতের সেই ঘটনার সময়ে চলে যেতে পারতো।সে কি পারবে নিজের অতীতকে বদলাতে? Dark মুভির মাঝে সিরিজের অবতারণা।খুব complex কিছু দেখতে চাইলে বসে যান এই ৩ সিজনের অসাধারণ সিরিজটি দেখতে। আয়না রহস্য অদ্ভুত হলে বাংলা এই নাটককে সংযুক্ত করছি।নায়ক তার দাদার দেয়া আয়না দিয়ে অতীত পরিভ্রমণ করতে পারে।সে কি পারবে নিজের অতীত বদলাতে?ইউটিউবে পেয়ে যাবেন। Spoiler Alert Explanation of Game Over নায়িকার তিন প্রচেষ্টা বা লাইফ নিয়ে খুনিদের চেয়ে বাঁচা মূলত ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে নিজের তৈরিই একটি গেইম।মুভিতে শুরুতে নায়িকা টিভিতে খুব বেসিক একটা গেইম খেলে,সিনেমার শেষে খুনিদের তাড়া করা সেই গেইমটির একটা এডভান্স ভার্সন।ভার্চুয়াল রিয়েলিটির রেফারেন্সটা নায়িকার ট্রিটমেন্ট এর সময়ই দেয়া হয়েছে।মূলত নায়িকা নিজের মেন্টাল ট্রমা থেকে বাঁচতে বুঝতে পারে,তাকে একবার হলে নিজের প্রতি অত্যাচার করা লোকদের হারিয়ে বাঁচতে হবে,তাহলেই সে বেঁচে থাকার অনুপ্রেরণা পাবে।তাই এই গেইমটি বানিয়ে নিজে খেলে।এজন্যই তার কাছে ৩টা লাইফ থাকে। Explanation of End of Everything মুভিতে নায়িকার একার ক্ষেত্রে কেনো টাইম লুপ হচ্ছে এর ব্যাখ্যা সহজ।কারণ প্রকৃত টাইম লাইনে একমাত্র সে একা মারা যায়।কিন্তু সে মারা যেতে চাইনি,তাই সে ফিরে আসে বারবার।অবশেষে সে শেষ বারের মতো নিজের পরিবার,সত্যিকারের প্রেমিক,বন্ধুবান্ধবদের সাথে সময় কাটায়,ও সত্যিকার টাইম লাইনে এসে মারা যায়।মূলত যেহুতু অন্যান্যরা প্রকৃত টাইম লাইনে বেঁচে আছে তাই তাদের ক্ষেত্রে টাইম লুপ হয়নি।শুধুমাত্র নায়িকার ক্ষেত্রে টাইম লুপ হয়,কারণ তার কোনো আগামীকাল নেই,আজই তার জীবনের শেষ দিন,তাই বার বার আজ ফিরে আসে,তার জীবনে আগামীকাল আর কখনোই আসে না। Explanation of The Map of Tiny Perfect Things মুভিটা আসলে নায়ক নয়,নায়িকার স্টোরি।নায়িকার মা ক্যান্সারে মারা যায়,আর সে মাকে ছাড়া একা এই পৃথিবীতে আগামীকালে যেতে চায় না,আর অদ্ভুতভাবে সে একটা দিনে আটকে যায়।একটি দিনে অনেকগুলো tiny perfect things হয় যা একটা চতুর্মাত্রিক অবকাঠামো সৃষ্টি করে,যার শেষ পয়েন্টটা ছিলো তার জীবনসঙ্গীকে পাওয়া।মূলত মাকে হারিয়ে তার জীবন থেমে গিয়েছিলো আর জীবনসঙ্গীকে পেয়ে সে অচেনা পৃথিবীতে চলার সঙ্গী পেলো। Explanation of Triangle Triangle মুভিতে নায়িকার ভার্সনকে ১,২,৩,৪ এভাবে ধরি,প্রথম ভার্সনকে দ্বিতীয় ভার্সন দেখে না,তাই এক রকম স্টোরি লাইনে আগায়,কিন্তু ৩ নাম্বার ১ নাম্বারকে দেখে তাই অন্য রকম স্টোরি লাইন আগায়।তাই ২ আর ৪ এর স্টোরি এবং ১ আর ৩ এর স্টোরি সেইম হয়।আর Ending এর ক্ষেত্রে নায়িকা জানে সে মারা যাবে প্রতিবার,তবুও সে আরেকবার চেষ্টা করতে চায়,তাই সে পুনরায় ফিরে যায় সেই জাহাজে।
Fensi Nahar
fensinahar
312 Points

Popular Questions