এমন কিছু অভ্যাসের কথা বলতে পারবেন, যা যেকোনো সাফল্য অর্জন করতে অনুপ্রাণিত করবে?

1 Answers   7.8 K

Answered 2 years ago

নিয়মিত বই পড়া। সেটা যে কোন ধাঁচের বই হতে পারে। বই আপনাকে সফল করবে না তবে সফলতার পথ দেখাবে।

সকাল সকাল ঘুম থেকে উঠা এতে আপনি জীবন সংগ্রামের জন্য বেশী সময় পাবেন।

পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করা। তবে ভুলেও দৈহিক চাহিদার অতিরিক্ত না।

নিয়মিত ব্যায়াম করা। এতে শরীর সুস্থ থাকার পাশাপাশি জীবন সংগ্রামের জন্য নতুন উদ্যেম পাবেন।

নিজের কাজগুলোর নিয়মিত পর্যালোচনা করা এবং নেতিবাচক দিকগুলো খুজেঁ বের করা।

সময় সম্পর্কে সচেতন হওয়া ও নিয়মিত নতুন নতুন বিষয় জানা।

পজিটিভ থিংকারদের সাথে মেলামেশা করা এবং এমন বন্ধু নির্বাচন করা যাদের সঙ্গে আপনার লক্ষ্য খাপ খায়।

নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলা।

নিজের দুর্বলতা খুজেঁ বের করা এবং সেগুলো হতে উত্তরণের পথ বের করা।

নিয়মিত স্ব স্ব ধর্মীয় চর্চা করা কারণ ইহকাল ও পরকাল উভয়কালে সফলতা জরুরি

Mollah Selim
mollahselim
180 Points

Popular Questions