এমন একটি জিনিস কী যা আপনি ছেড়ে দিতে পারবেন না তার জন্য যে পরিমাণ অর্থ দেওয়া হোক না কেন?

1 Answers   7.4 K

Answered 1 year ago

উত্তরটা এক কথায় " মেরুদন্ড " দিতে পারলে খুব ভালো হতো। কিন্তু সোসালে হিরো হওয়ার জন্য এমন একটা নির্ভেজাল মিথ্যে কথা লিখতে বিবেক পিছন থেকে টেনে ধরল , কিবোর্ডে হাতে বাধলো। সত্যি বলতে কি , যে পরিমাণ অর্থই দেওয়া হোক না কেন একজন নির্ভীক দৃঢ়চেতা আদর্শবাদী মানুষ কখনো তার নীতি এবং আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করেন না ।এরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মানুষ ।এরা সংখ্যায় বিরল। ভোগবাদী বিকিয়ে যাওয়া এই সমাজে এরা মার্জিনাল ইন ফিগার। কিন্তু ইনসিডেন্টলি আমি সেই দলে পড়ি না আমাদের মত সাধারণ মানুষ , অজানা বিপদের ভয়ে পিঠ বাঁচিয়ে চলা মানুষ অনেক কিছুর সঙ্গেই কম্প্রোমাইজ করে নিতে বাধ্য হই ।বিবেক হয়তো সাই দেয় না তবু বাধ্য হই। অকপটে যদি সত্যি কথাই বলতে হয় তাহলে বলি , কোন অর্থের বিনিময়েই আমি যে জিনিস ছেড়ে দিতে পারব না তাহলো, আমার সন্তানের প্রতি যে স্নেহ ,তার প্রতি আমার যে আকর্ষণ , তার প্রতি আমার যে ইমোশন তাকে আমি কোনোভাবেই ত্যাগ করতে পারবো না । তার কারণ , আমার এই আবেগ আমার প্রাণের চেয়েও বেশি দামি। আর অর্থ তো কোন ছাড়।
Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions