এমন একটি ছবি দেখাতে পারবেন কি, যার মধ্যে লুকিয়ে আছে হাজারো শিক্ষা?

1 Answers   11.6 K

Answered 2 years ago

ছবিটা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু,সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে। যে ব্যাক্তি ছবিটি ক্যাপচার করেছে,তিনিও কিন্তু রুম থেকেই তুলেছে।

কিছু বুঝলেন কি !!

আপনার প্রয়োজন ঠিক এতটুকুই ,আজ মরলে একটু পরেই সবাই পর, আপনার লাশটা ঘরে তোলা যাবে না। আপনার জন্য কেউ বৃষ্টিতে ভিজতেও পারবে না। একটু চোখের পানি পড়বে,যা বাড়িতে পোষা কোনো প্রানী মারা গেলেও পড়ে সবার।

কিন্তু একটা ব্যক্তির দামি কোন অলংকার হারিয়ে গেলে যত বার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্বরন করে তত বার আপনি মারা গেলেও স্মরণ করবে না। জি,দুনিয়াতে আপনার অবস্থান ঠিক এতটুকুই।

আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? (সূরা 6,আয়াত 32)

সুতরাং যত দিন বাঁচবেন নিজের জন্য বাঁচবেন,ইমান আমল নিয়ে বাঁচবেন।

কারন সবচেয়ে আপন হলো আমাদের রব আল্লাহ।

Sopno Sopnil
sopnilsopno
359 Points

Popular Questions