এমন একটা সাইটের নাম জানতে চাই যেই সাইট থেকে খুব সহজে আয় করা জায়?

1 Answers   13 K

Answered 2 years ago

rapidworkers গুগলে সার্চ দিলেই পাবেন। এই সাইটে একাউন্ট ক্রিয়েট করে, ইউটিউব, টুইটার,ফেসবুক এই সাইটগুলোর কাজ খুব সহজে করে উপার্জন করতে পারবেন।।

এটাকে অনেকে cpa marketing বলে। এই সাইটে ৮ ডলার হলে আপনি টাকা উইথড্র করতে পারবেন। ইউটিউব রিলেটেড কাজগুলো বেশি সহজ। কি কি করতে হবে সেটা লিখাই থাকে। এক্ষেত্রে আপনি ইংরেজিতে পারদর্শী হলে খুব সহজে বুঝতে পারবেন।

তবু আমি ধারণা দিতে একটা উদাহরণ দিচ্ছি। একটা চ্যানেল লিংক দেয়া থাকবে। যেটা ওপেন করে চ্যানেলটি সাবক্রাইভ করা, নোটিফিকেশন বেল আইকন অন করা, চ্যানেলের যে কোন ভিডিও দেখতে বলা হবে। অবশ্যই স্কিনশর্ট নিতে হবে প্রতিটি কাজের পর।।

এরপর পুনরায় সেই কাজের ডিটেইলস এর পেজে এলে একটা বক্স থাকে, সেটার উপর প্রিন্ট অপশন থাকে, যেটা ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে আপলোড করলে কিছু সেকেন্ড পর লিংক আসবে। ওটা কপি করে ব্যাকপেজের ডিটেইলস বক্সে পেস্ট করে দিতে হবে। যদি সাবসক্রাইব করার স্কিনশর্ট হয়,তাহলে লিংক এর নিছে আপনার চ্যানেলের নাম লিখে দিতে হবে। অথাৎ আপনার মোবাইলের ইউটিউবে যে জিমেইল দ্নারা ইউটিউব লগ ইন করা, সেটা চেক করলে আপনার ইউটিউব এর নাম দেখবেন। সেটাই উল্লেখ করতে হবে।

কি কি প্রমান স্বরূপ দিতে হবে এটা লিখা থাকে ডিটেইলসে। সেই অনুযায়ী কাজ করলে, সাবমিট করার ২৪/৪৮ এর মধ্যে তারা পেমেন্ট করে দেয়। রিভিউ রেট ও দেয়।। একেকটা ছোট কাজ কম্পিলিট করতে সময় ৩/৪ মিনিট লাগে। বড় কাজ ও আছে কিন্তু কাজে এক্সপার্ট না হলে, কাজে ভুল হলে সাক্সেস রেট যখনি ৬০% হবে তখন ই একাউন্ট ব্যান হতে পারে।

পেমেন্ট উইথড্র করতে পারবেন পেয়পাল এর মাধ্যমে। যদি আপনি বাংলাদেশের নাগরিক হন,তাহলে আপনাকে এমন একজন ক্লাইন্ট খুঁজতে হবে,যারা ডলার ক্রয় করে বিনিময়ে আপনাকে টাকা বিকাশ করবে।। এমন কিছু গ্রুপ ও আছে। সংক্ষেপে বলার চেষ্টা করেছি।


Jewel
jewel
279 Points

Popular Questions