Answered 2 years ago
কিছুদিন আগেও যে সকল মানুষ হস্তাক্ষর (Signature) করতে পারত না, টিপছাপ দিত তাদেরকে সকলে নিরক্ষর বলে অভিহিত করতো।
কিন্তু বর্তমানে এই আধার কার্ডের জমানায় অধিক থেকে অধিকতর শিক্ষিত মানুষও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে বিভিন্ন প্রয়োজনে টিপছাপ দিচ্ছেন। অর্থাৎ এখন আর শিক্ষিত মানুষ কেও হস্তাক্ষর করতে হচ্ছে না।
তাহলে এখন কি আর শুধুমাত্র হস্তাক্ষরে সক্ষম আর অক্ষমের মাধ্যমে নিরক্ষর এবং অশিক্ষিতের বিচার করা যাবে কি? একেই বলে "অস্তিত্বে প্রত্যাবর্তন!"
aymansadiq publisher