এন্ড্রয়েড ১২ ভার্সন মোবাইল দিয়ে ডার্ক ওয়েবে প্রবেশ করে টেকনোলজি রিলেটেড বাস্তব জ্ঞান অর্জন করার বিস্তারিত পরামর্শ চাই?

1 Answers   12.6 K

Answered 2 years ago

জ্ঞান অর্জন করার জন্য সময়ের দরকার হয় আপনি একটি বিষয় কে এক দিনে বা দু দিনে আয়ত্ত করতে পারবেন না।

আর এই পৃথিবীতে জানার জন্য অনেক কিছু আছে যা গুনে শেষ করা যাবে না।

তবে বর্তমান সময়ে কি ঘটছে বা অতীতে কি কি ঘটছে তার সন্মদ্ধে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন বিভিন্ন ধরনের বই পড়ে।

তার জন্য প্রচুর পরিমাণে বই পড়তে হবে।

আর বই পড়েও পুরোপুরি জ্ঞান অর্জন করা সম্ভব নয় ।হাতে কলমে শিক্ষা নিতে হবে। আর এই সব করতে প্রচুর সময়ের দরকার।

তবুও আমি বলবো আপনি অনেক কিছু জানতে পারবেন যদি সঠিক ভাবে চেষ্টা করেন।

আর তার জন্য যেটা আপনার আগে দরকার সেটা হল, "অবজারভেশন ক্ষমতা" এই ক্ষমতা যাদের আছে তারাই এই পৃথিবীতে সফল ভাবে রাজ করছে বা করবে।

যে বিষয় টি শিখতে অন্যদের সাতদিন সময় লাগে, সেই বিষয় টি শিখতে আপনার সময় লাগবে একদিন যদি আপনার অবজারভেশন ক্ষমতা থাকে।

এছাড়াও আপনি প্রতিদিন খবরের কাগজ নিয়ে পড়তে পারেন। কোথায় কি হচ্ছে না হচ্ছে, আরো অনেক বিষয়ে জানা যায় রোজ খবরের কাগজ থেকে।

ইউটিউব থেকেও অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন। যে বিষয় নিয়ে জানতে চান বা শিখতে চান ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে নিবেন একটা বিষয় নিয়ে অনেক ভিডিও থাকে সেখান থেকে বহু আইডিয়া পেয়ে যাবেন।

আমি একটি ইউটিউব চ্যানেল নাম বলছি সার্চ করে ভিডিও গুলো দেখতে পারেন। বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয় এই চ্যানেলে।

চ্যানেল টির নাম হল "প্রহেলিকা"

আর স্বামী বিবেকানন্দের একটি বাণী হল, পৃথিবী হল সবচেয়ে বড় বই।

আজ যাদের বই আমরা পড়েছি বা পড়ি তা সবেই এই পৃথিবী থেকে শিক্ষা নিয়ে লিখেছেন।

জ্ঞান অর্জন করতে হলে তোমার চারপাশের পরিবেশ কে ভালো করে অবজারভেশন করো, তাহলে তোমার আর কোন বইয়ের দরকার হবে না এখান থেকেই সব কিছু জানতে পারবে

Saker
Saker
463 Points

Popular Questions