এন্ড্রয়েড সফটওয়্যার বানাতে কম্পিউটারে কোন সফটওয়্যার প্রয়োজন?

1 Answers   6.6 K

Answered 2 years ago

আপনি Android Studio দিয়ে এন্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারেন। কিন্তু এটা চালাতে ভালো মানের কম্পিউটার লাগে যাতে ভালো সি পি ইউ, র‍্যাম এবং গ্রাফিক্স কার্ড থাকতে হবে। যদি আপনি আপনার কম্পিউটারের বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দিয়ে Android Studio চালাতে চান তাহলে না চালানোই ভালো। কারণ এটা কাজ করার সময় সিস্টেমের উপর প্রচুর চাপ ফেলে। যা পুরনো দিনের সিস্টেম সহ্য করতে পারে না।

Prokash
prokash
195 Points

Popular Questions