এতো বিপুল পরিমাণ মানুষ লিনাক্স ছেড়ে মাইক্রোসফটের পেছনে দৌড়ানোর মূল কারণ কী?

1 Answers   6.2 K

Answered 2 years ago

উল্টো প্রশ্ন করেছেন স্যার। প্রশ্নটা হতে পারতো, 'এতো বিপুল পরিমাণ মানুষ উইন্ডোজ ছেড়ে লিনাক্সের পেছনে দৌড়ানোর মূল কারণ কী?'

হ্যা, কথা সত্য, দিন দিন বিজ্ঞান যত ছড়িয়ে পড়তে শুরু করেছে, সাথে সাথে বেড়ে যাচ্ছে লিনাক্সের ব্যবহার। কোথায় কোথায় যে লিনাক্স ব্যবহৃত হচ্ছে আর কোথায় যে হচ্ছে না তা হয়তো অনেকেরই অজানা।

যেমন, পৃথিবীতে যতগুলো সুপার কম্পিউটার রয়েছে, তার ৯০ ভাগের বেশি পরিচালিত হয় লিনাক্সের উপর ভিত্তি করে। বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধা করে রোবট, ড্রোন ইত্যাদি বানিয়ে ফেলছে, স্মার্ট হাউজ বানাচ্ছে, বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা তৈরী করছে, এসবেরও ভিত্তি হল গিয়ে লিনাক্স নির্ভর রাস্পবেরি পাই, ব্যানানা পাই ইত্যাদি!

প্রতিদিন যত নতুন নতুন প্রযুক্তি মাঠে নামছে, অবাক করে দিচ্ছে মানুষদের, যেমন, স্মার্ট ঘড়ি, ড্রাইভার ছাড়া গাড়ি, চালকবিহীন বিমান ইত্যাদি, এগুলোর ৯৮ ভাগ পরিচালিত হয় লিনাক্সের শক্তিতে!

সামান্য ব্যতিক্রম বাদে, সারা দুনিয়ার মানুষের হাতে যে স্মার্টফোন, তার চালিকাশক্তিও লিনাক্স।

নতুন নতুন যত সংখ্যক ওয়েব সার্ভার তৈরী হচ্ছে, ক্লাউড তৈরী হচ্ছে, তার অধিকাংশই লিনাক্স নির্ভর। দিনকে দিন বেড়েই চলছে। এর পরেও কীভাবে বলা যায় যে মানুষ লিনাক্স ছেড়ে মাইক্রোসফটের পেছনে দৌড়াচ্ছে?

আপনি হয়তো বলতে চাচ্ছেন গনু/লিনাক্স(GNU/LINUX) নির্ভর অপারেটিং সিস্টেমের কথা, তুলনা করেছেন উইন্ডোজের সাথে!

একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, যত বেশি এর পরিচিত পাচ্ছে তত বেশি ব্যবহারকারী বাড়ছে, বর্তমানে উবুন্টু, লিনাক্স মিন্ট, এমএক্স লিনাক্স, কালী লিনাক্স, প্যারট গনু/লিনাক্স ইত্যাদির নাম অনেকেই জানে।

সাইবার নিরাপত্তার জন্য, যারা এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে, তারা অবশ্যই গনু/লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম ব্যবহার করে।

গনু/লিনাক্স যেহেতু বিনামূল্যের অপারেটিং সিস্টেম, তো এর প্রচারের জন্য কোটি কোটি ডলার কেউ ব্যয় করে না, কিন্তু সেরা সেরা প্রোগ্রামাররা নিজ তাগিদে মনের ইচ্ছেতে গনু/লিনাক্সকে আরো আধুনিক এবং উন্নততর করে চলেছে, তারাই সামান্য প্রচার চালায়, এভাবেই এগিয়ে যাচ্ছে গনু/লিনাক্স

Jannat Jara
jannatjara
208 Points

Popular Questions