Answered 3 years ago
হ্যাঁ এটা সত্যি।
প্রথমবারের মত এই তথ্যটা আমি পেয়েছিলাম একটা বিজ্ঞান সাময়িকীতে।
ওরা নাকি টুথপেষ্ট এর ফেনাও গিলে ফেলে।এতটুকু পড়ে মনে মনে বললাম,কি ঘেন্না!কি ঘেন্না!
আমার মনের অবস্থাটা বোধহয় ম্যাগাজিন ওয়ালারা বুঝতে পেরেছিল।
কারণ পরের লাইনে লেখা ছিল,ঘেন্নার কিছু নেই।এটা খাওয়ার উপযোগী করেই বানানো!
আর সর্বশেষ এই ব্যাপারে যা দেখেছিলাম,সেটা নাসার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে নভোচারীরা আছেন,তাদের একজন কে কিছু বাচ্চারা নানান প্রশ্ন করছিল।
নভোচারী ভদ্রলোকটিও হাসি হাসি মুখে জবাব দিচ্ছিলেন।
একটা বাচ্চা প্রশ্ন করল,আচ্ছা,তোমাদের পানি কি রিসাইকেল করা হয়?আর এটা কি সত্যি যে তোমরা হিসু খাও?
নভোচারী হাসলেন।তারপর বললেন,হ্যাঁ,আমরা সত্যি সত্যি হিসু খাই,তবে বিশ্বাস কর সেটা মিনারেল ওয়াটারের মতই খেতে!
ক্রিস হ্যাডফিল্ড নামের একজন নভোচারী আছেন (হ্যাঁ হ্যাঁ, One Strange Rock অনুষ্ঠানে যাকে দেখেছেন,তিনিই)। উনি এই প্রশ্নটার উত্তর দিয়েছেন।
আর এইটা গুগল দেখিয়েছে।
কি,বিশ্বাস হলো তো?
(মানুষ তো আরো ভয়ংকর ভয়ংকর সব প্রশ্ন করে!এই যেমন ধরুন,নভোচারীরা মদ খায় কিনা,ওরা ভোট দিতে পারে কিনা,ওদের হাগু কোথায় যায়,ওরা ইয়ে করতে পারেন কিনা?!সেই তুলনায় এই প্রশ্নটা বেশ নিরীহ!)
nabilahmed publisher