Answered 2 years ago
সাইন্সে আমি অল্প মেধাবী এবং অধিক মেধাবী দু ধরণের ছাত্রই বেশি দেখেছি। কারণ -
আর্টসের গুরুত্ব অধিকাংশ ছাত্র এবং শিক্ষকই ঠিকমত উপলব্ধি করতে পারেন না। এটা আমাদের মত দেশগুলোর জন্য বেশি প্রযোজ্য।
আর্টস প্রকৃতপক্ষে সাইন্সের চেয়েও কঠিন বিষয়। কারণ এখানে সমাজের নানা জটিল সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। আর্টসের ছাত্রদের লিখতেও হয় অনেক বেশি।
অনেক সময় অল্প মেধাবী ছাত্ররা গণিতকে ভয় করে আর্টস নেন। ফলে আর্টস সম্পর্কে মানুষের মনে নেতিবাচক ধারণা তৈরি হয়।
অর্থাৎ, আমাদের দেশে সায়েন্সে বেশি ছাত্র হওয়ার জন্য মুলত আর্টস বিভাগের ছাত্র এবং শিক্ষকদের দূর্বলতাই দায়ী। আর্টসের গুরুত্ব সাধারণভাবেই সায়েন্সের চেয়ে বেশি কেননা এর মাধ্যমেই কেবল একটি রাষ্ট্র বা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়। এজন্যই কুরআন, হাদিসে সামাজিক বিষয়ের আলোচনাই সবচেয়ে বেশি। কারণ মহান আল্লাহ জানেন সামাজিক সমস্যাগুলো তিনি নিজে না সমাধান করে দিলে মানুষ কখনই তা সমাধান করতে পারবে না।
Deloar Mahmud publisher