Answered 2 years ago
বর্ষা ঋতু তার চরিত্র-রূপ-বৈশিষ্ট্য বদলাতে শুরু করেছে প্রায় দশ-পনেরো বছর আগে থেকেই। আমি যতদূর জানি আষাঢ়-শ্রাবণে অবিরাম বৃষ্টি এখন বলতে গেলে স্মৃতি। যাইহোক, আপনার উত্তর হলো— ঋতুচক্রে এখন বর্ষাকাল চললেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে।
কখনোসখনো এমনও হয় যেখানে শীত নেই, সেখানে শীত পড়ছে; যেখানে গরম নেই, গরম পড়ছে। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না; শীতকালে শীত পড়ছে না। আবার গরমকালে মাত্রাতিরিক্ত গরম পড়ে বসছে!
এসবের মূলে, মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে ওজন স্তরের ঘনত্ব কমছে। সূর্যের অতিবেগুনি রশ্মি ওজন স্তরে আটকে যেতো। এখন এ রশ্মি ওজন স্তর ভেদ করে পৃথিবীতে চলে আসছে। ফলে তাপমাত্রা বৃদ্ধিসহ পরিবেশ বিপর্যয় ঘটছে। মূলত পরিবেশের এ পরিস্থিতি ‘গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের ইমপ্যাক্ট’। আর আমরা এর শিকার।
Rocky Khan publisher