এখনও পর্যন্ত পৃথিবী থেকে কোন মহাকাশযানটি সবচেয়ে দূরে আছে? সেখান থেকে পৃথিবী দেখতে কেমন?

1 Answers   11.8 K

Answered 3 years ago

পৃথিবী থেকে সবচেয়ে দূরে মানবনির্মিত যান হচ্ছে ভয়েজার-১। ১৯৯০ সালে পৃথিবীর এই ছবিটি তোলে মহাকাশযানটি, যার নাম দেয়া হয় Pale Blue Dot, বাংলা করলে যার অনুবাদ দাঁড়ায় অস্পষ্ট/মলিন নীল বিন্দু। ছবিটি তোলার সময় এই মহাকাশযান ৪০ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট (১ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট = সূর্য থেকে পৃথিবীর দূরত্ব = ১৫ কোটি কিলোমিটার) দূরে ছিল পৃথিবী থেকে। এই ছবি তোলার পরেই মহাকাশযানের ছবি তোলার ক্যামেরার কার্যক্রম বন্ধ করে ফেলা হয় শক্তি সঞ্চয়ের জন্য, তাই এর বেশি দূর থেকে কোনো ছবি তোলা এখনও সম্ভব না।


এটি এখন প্রায় ১৫২ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট দূরে অবস্থান করছে। ১৯৭৭ সালে পাঠানো এই মহাকাশযান প্রায় ৪৩ বছর ধরে ছুটে যাচ্ছে অকল্পনীয় বেগে। তারপরেও হিলিওপজ (সূর্য ও এর থেকে উৎপন্ন উপাদান দ্বারা তৈরি অঞ্চল) পার হতে এর লেগে যায় প্রায় ৩৫ বছর! এখন এটি ইন্টারস্টেলার অঞ্চলে রয়েছে। এই অঞ্চল থেকে উর্ট ক্লাউড অঞ্চলে যেতে লাগবে আরও প্রায় ৩০০ বছর! এরপর ওই অঞ্চল পার হতেই লাগবে প্রায় ৩০ হাজার বছর!! আর দূরে না যাই, কারণ এর আগেই ২০২৫ সাল নাগাদ এই মহাকাশযান বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলবে। অর্থাৎ এর সাথে যোগাযোগ সম্ভব হবেনা আর।


Sazib
Sazib
311 Points

Popular Questions