এখজন নৌকার মাঝি স্রোতের প্রতিকূলে ৫ ঘণ্টায় দশ কি.মি. যেতে পারে, স্রোতের অনুকূলে ওই পথে যেতে মাঝির দুই ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে নৌকাটি প্রতি ঘন্টায় কত কি.মি. যায়?

1 Answers   4.4 K

Answered 3 years ago

খুব সহজভাবে ভাবতে হবে ।

প্রথমত, প্রতিকূলে গতিবেগ ৫ ঘণ্টায় যায় ১০ কিমি অর্থাৎ ১ ঘণ্টায় যায় ২ কিমি , মানে ২ কিমি/ঘণ্টা প্রতিকূলে বেগ ।

এবার, অনুকূলে গেলে সেই ১০ কিমি যেতেই সময় লাগে ২ ঘণ্টা, অর্থাৎ ১ ঘণ্টায় যায় ৫ কিমি, মানে ৫ কিমি/ঘণ্টা অনুকূলে বেগ ।

নৌকার বেগ = (অনুকূলে বেগ + প্রতিকূলে বেগ) / ২

অর্থাৎ, নৌকার বেগ = (৫+২)/২ = ৩.৫ কিমি/ঘণ্টা ।

Jannatul
jannatul
485 Points

Popular Questions