এক বিবাহিতা মেয়ে আমার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়েছে, সে বয়সে আমার বড়। এবং আমিও তার প্রতি ভীষণভাবে আকৃষ্ট। আমি জানি এটা অত্যন্ত লজ্জাজনক, কিন্তু অস্বাভাবিক নয়। এখন কী করা জরুরী?

1 Answers   14 K

Answered 2 years ago

যত দ্রুত পারেন, যত দুরে পারুন, তাঁর থেকে সরে যান ভাই। আপনি আগুণের তৈরি ঘরে প্রবেশের পথে আছেন।
আর যদি পারেন, তাকে বলেন তালাক নিয়ে আসতে, আপনি তাকে বিয়ে করে ফেলেন।
যদি দেহের টান হয়, তবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন, নয়িন্ত্রন করুন, না হলে কিসের পুরুষ আপনে। কিন্তু মনের টান হলে, নিয়ন্ত্রণ করা কষ্টকর। বন্ধুরা আপনাকে বলতে পারে এটাই তোর সুযোগ, তারা কেও আপনার বন্ধু নয় ভাই, তারা আপনাকে আগুনে ঠেলছে।

Biplob
Biplob
263 Points

Popular Questions