এক দিনে দশ হাজার টাকা উপার্জন করা যায়, এইরকম ব্যবসা আছে কি?

1 Answers   12.8 K

Answered 2 years ago

আপনি এক দিনে সর্বোচ্চ কত কিলোমিটার হাঁটতে পারবেন? ধরুন আপনি নির্দিষ্ট একটি গন্তব্যে পৌঁছানোর জন্য দৈনিক ১৪ ঘন্টা করে হেঁটে যেতে চান। কিন্তু প্রথম দিনেই আপনি গন্তব্যের পথে ১৪ ঘন্টা হেঁটে যেতে পারবেন? উত্তর হচ্ছে না! কারণ, আপনি এখনো হাঁটায় পরিপক্ক হননি। তাহলে কি করতে হবে? আপনাকে প্রথম দিন থেকে যতটুকু সক্ষমতা থাকে হেঁটে যেতে হবে। এরপর ক্রমান্বয়ে যখন হাঁটতে থাকবেন, তখন একসময় ঠিকই দিনে ১৪ ঘন্টারও অধিক সময় ধরে হাঁটতে সমর্থ হবেন।

একদিনে দশহাজার নয়, লাখ টাকা উপার্জনেরও ব্যবসায় আছে। শুরু করেই যদি দিনে হাজার হাজার/লাখ লাখ টাকা উপার্জনের স্বপ্ন দেখেন তবে বলবো ঘুম থেকে উঠে সতেজ হয়ে নিন। বড় হতে হলে আগে ছোট হতে হবে। দিনে ১০০০ টাকা উপার্জন দিয়ে তো আগে ব্যবসায় শুরু করুন এরপর দক্ষতা এবং গুণাবলীর উপর নির্ভর করবে আপনি দিনে হাজার নাকি লাখ টাকা উপার্জন করবেন।


Rayahan
rayahan
338 Points

Popular Questions