এক ছোট ভাই ব্যবসা করতে আগ্রহী, পুঁজি ৪/৫ লাখ টাকা। পরামর্শ চাইছে, কী বলবো বুঝতে পারছি না (তার ইনকাম সোর্স জরুরি)?

1 Answers   2.6 K

Answered 2 years ago

৪/৫ লক্ষ টাকায় যেকোনো ক্ষুদ্র প্রকল্প শুরু করতে পারে খুব সহজেই এক্ষেত্রে প্রকল্প গুলোর ধরন হবে মুদি দোকান, কনফেকশনারি, স্কুলের পাশে লাইব্রেরি ইত্যাদি এ যাবতীয় ছোট প্রকল্প খুব সহজেই করা যায় তবে তার পূর্ব অভিজ্ঞতা থাকলে উত্তম না থাকলে একটু কষ্ট হবে কিন্তু ব্যর্থ হবে না,


পূর্ব অভিজ্ঞতার জন্য ২/৩ মাস যেকোন একটা দোকানে চাকুরী করতে পারে

Seeam Khan
seeamkhan
517 Points

Popular Questions