একসময় প্রসারণযোগ্য মেমরি হিসেবে মোবাইল ফোনে মেমরি কার্ড (মাইক্রোএসডি) খুবই জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানে স্মার্টফোনে মেমরি কার্ডের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ কী?

1 Answers   4.3 K

Answered 2 years ago

মেমোরি কার্ডে আগে আমরা কী রাখতাম?

কতগুলো ছবি, কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আর গান। এখন ছবি বা অন্য যেকোনো ফাইল রাখার জন্য গুগল ড্রাইভ আছে, শুধু ছবির জন্য গুগল ফটোজ আছে। ছবি একবার তুলে ডিলিট করে দিলেও গুগল ফটোজে কিন্ত ওই ছবিটা থেকেই যাচ্ছে। গুগল ড্রাইভের মত আলাদাভাবে আপলোড করার ঝামেলাও নেই। গুগল ড্রাইভ বা গুগল ফটোজে ১৫ গিগাবাইটের মত ফাইল আপলোড করার একটি সীমা আছে, এই সীমার মধ্যে না থাকতে চাইলে ইয়াহু থেকে মেইল অ্যাড্রেস খুলে ফ্রি ১০০ গিগাবাইট ক্লাউড স্টোরেজও পেতে পারেন।

আর ইন্টারনেট দিনে দিনে সহজলভ্য হওয়ায় পছন্দের গান ডাউনলোড করে রাখার খুব একটা প্রয়োজনীয়তা নেই। ইউটিউব আছে, সাউন্ডক্লাউড আছে, পছন্দের গান মুহূর্তেই খুঁজে পেতে আর কী চাই!

ডকুমেন্টস রাখার জন্য তো গুগল ড্রাইভ আছেই।

কোনো কারণে মেমোরি কার্ডের তথ্য মুছে যেতে পারে, এমনকি মেমোরি কার্ডটি নষ্টও হয়ে যেতে পারে, ফলে অনেক সময়েই অনেক তথ্য একেবারে হারিয়েই যায় কিন্ত এই গুগল ড্রাইভ কিংবা গুগল ফটোজ থেকে ছবি হারানোর তেমন একটা ভয় নেই। এমনকি যদি কোনো ফাইল মুছেও যায়, তবুও সেই ফাইলটি ৩০ দিন পর্যন্ত ট্র‍্যাশ নামক একটি ফোল্ডারে থাকে। আপনি চাইলেই আবার ট্র‍্যাশ থেকে সেই ফাইলটিকে ফিরিয়ে আনতে পারেন।

তো এই ক্লাউড স্টোরেজের সুবিধার জন্য মানুষজন এখন মেমোরি কার্ডের দিকে না ঝুঁকে ভরসা হিসেবে বেছে নিচ্ছেন সেই ক্লাউড স্টোরেজকেই।

Kabir Hasan
Kabir Hasan
624 Points

Popular Questions