একমাত্র ক্লোরোফিলই সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। ক্লোরোফিল এর রং সবুজ। তাহলে লালশাক খাদ্য তৈরি করে কিভাবে?

1 Answers   7.7 K

Answered 2 years ago

লাল শাক ও সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে।

সকল উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল রয়েছে যেসব উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল এর সংযুতি বেশি বা ক্লোরোফিল ছাড়া অন্য কোন উপাদান নেই বা খুব কম পরিমাণে আছে,সেখানে ক্লোরোফিল এর রং টা প্রাধান্য পায়,আর যেহেতু ক্লোরোফিলের রং সবুজ।তাই আমরা সেটিকে সবুজ দেখি।

আবার আপনি যে লালশাকের কথা বললেন সেটির মধ্যে রয়েছে কিন্তু তার সাথেও অন্যান্য উপাদান রয়েছে যেগুলো সংযুতি বা প্রাধান্য বেশি হওয়ায় ক্লোরোফিলের সবুজ রং এবং অন্যান্য সেই উপাদান গুলোর রংগুলো মিশে লাল রঙে পরিণত হয়েছে, এর মানে এই নয় যে সেখানে ক্লোরোফিল নেই ,আশা করি উত্তরটি পেয়েছেন।

Aniket
Aniket
260 Points

Popular Questions