Answered 2 years ago
আপনার এই প্রশ্নেই অনেকেই রীতিমত টাস্কি খেয়েছে। কেউ কেউ তো একেবারেই কথাটা মেনে নিতে পারি নি। তবে বন্ধু আমি এই প্রশ্নের সহজ জবাব দিতে পারবো । এই পৃথিবীতে অনেকেই আছে দিনে ১ কোটি না তারও বেশি ইনকাম করতে পারে।
আমি সহজ একটা হিসেবের মাধ্যমে প্রমাণ করে দেব ১ দিনে ১ কোটি না তারও বেশি ইনকাম করা যায়।
"T-Series" YouTube Channel India
বছরে এই ইউটিউব চ্যানেল আয় করেন= $9.3M - $148.3M মিলিয়ন ডলার
১ মিলিয়ন= ১০ লক্ষ
তাহলে, ৯.৩ মিলিয়ন = ৯৩ লক্ষ ডলার
১৪৮.৩ মিলিয়ন= ১৪৮৩ লক্ষ ডলার
এবার বাংলাদেশি টাকায় হিসাব করলে যা হয়।
১ ডলার = ৮০ টাকা
তাহলে, ৯৩ লক্ষ ডলার =৭৪ কোটি টাকা
১৪৮৩ লক্ষ ডলার = ১১ হাজার ২৬৬ কোটি টাকা
তাহলে তাদের বাৎসরিক আয়= ৭৪ কোটি থেকে ১১ হাজার ২৬৬ কোটি টাকা
এবার হিসাব করে দেখুন দিনে ১ কোটি না বরং তারও ৩ গুন ইনকাম করে শুধুমাত্র ১ টা ইউটিউব চ্যানেল ।
এই ইউটিউব একজন মানুষের তৈরি । কাজেই সে যদি পারে তাহলে আপনিও পারতে পারেন। অনেক উপায়ে তা পারা যায়। আমি আপনাকে নিরাশ করবো না। লক্ষ ঠিক রেখে সামনে এগুলে হয়তো আপনার আশাটা পুরন হতে পারে।
riyazul.islam publisher