Answered 2 years ago
বিয়ের ক্ষেত্রে আমি সবসময়ই মিউচ্যুয়াল আন্ডারস্ট্যান্ডিংকে প্রাধান্য দিই। আমার মনে হয় ভালো বোঝাপড়া থাকলে বয়স কখনও বাধা হতে পারে না।
তবে বয়সের ব্যবধান খুব বেশি হয়ে গেলে সেক্ষেত্রে যেকোনও একজনকে সেক্রিফাইস, কম্প্রোমাইজ দুটোই করতে হবে। তবুও যদি দুজনের মত থাকে সেক্ষেত্রে অসুবিধা হবার কথা নয়। "মিঞা বিবি রাজি তোহ ক্যায়া কারেগা কাজি!"।
kumarshuvo05 publisher