একটি সফল ব্যবসা কী কী কারনে নষ্ট হতে পারে?

1 Answers   8.2 K

Answered 2 years ago

ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, একটি সফল ব্যবসা নষ্ট বা ধ্বংস হওয়ার পিছনে প্রধান এবং মূল কারণ হচ্ছে সঠিক নেতৃত্বের গুণাবলী।

আরেটি গরুত্বপূর্ণ কথা হচ্ছে এটি শুধু ব্যবসার ক্ষেত্রে নির্ভর করছে না, দেশ, জাতি এবং সমাজের ক্ষেত্রেও নির্ভর করছে আপনার নেতার গুণাবলীগুলো কি রকম?

খুব বেশি না দুটো কোম্পানির উদাহরণ দিব, তার মধ্যে একটি বাংলাদেশি এবং একটি বাহিরের।

১. বাংলাদেশের মোবাইল ব্যাংকিংয়ের সূচনাকারী হচ্ছে “রকেট” আজকে তারা তিন নাম্বারে চলে গিয়েছে বাজারে নেতৃত্ব দেওয়ার দিক থেকে। তাঁর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তাদের লিডারদের গুণাবলী।

২. "কোডাক" ডিজিটাল ক্যামেরা আবিষ্কারক তাঁরা কিন্তু 2012 সালে তাঁরা ঘোষিত দেউলিয়া, তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে লিডারদের গুণাবলী।

তাই এখান থেকে আপনার জন্য শিক্ষা হচ্ছে নেতৃত্বের গুণাবলী কে তৈরি করা, যা শুধু আপনাকে ব্যবসা-বাণিজ্যে সফল করবে না আপনাকে সকল করবে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং সামাজিক জীবনে।

এবার সামান্য একটি হিসাব-নিকাশ করে দেখিয়ে দিচ্ছি যে নেতৃত্বের গুণাবলী কিভাবে আপনার ব্যবসাকে সফল করবে এবং যা অনবরত চলতেই থাকবে।

ভালো নেতৃত্তের কারণে আপনি একটি ভালো দল তৈরি করতে পারবেন যে দলটি আপনার প্রতিষ্ঠানের ভিশন, মিশন এবং উদ্দেশ্যকে পূরণ করার জন্য শুধুমাত্র হাত পা দিয়ে কাজ করবেনা মন এবং বুদ্ধি দিয়ে কাজ করবে।

আর যেদিন থেকে আপনার টিমের শতভাগ লোকজন মন এবং বুদ্ধি দিয়ে কাজ করা শুরু করবে, সেদিন থেকে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তাই নেতৃত্বের গুণাবলী কে তৈরি করা শিখুন যা আপনাকে দিবে অফুরন্ত এবং অসীম প্রশান্তি।

নেতা কোনদিন মায়ের পেট থেকে তৈরি হয়ে আসে না, নিয়মিতভাবে অনুশীলনের মাধ্যমে এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আপনিও একজন অসংখ্য নেতৃত্ব দেওয়ার মতো নেতাদেরও নেতা হয়ে যেতে পারবেন।

এখন উপরের লেখাগুলো পড়ে মনে হবে যে ব্যবসা অনেক নগণ্য একটি বিষয়, ব্যবসার উপরেও অনেক বড় কিছু আছে তা বোঝা গেল তো?

কারণ ব্যবসা আপনাকে দিবে অর্থনৈতিক মুক্তি আমাদের শুধু অর্থনৈতিক মুক্তির দরকার হয়না, আমাদের দরকার হয় রাজনৈতিক, সামাজিক এবং পারিবারিক সমস্যার মুক্তির।

ব্যবসা-বাণিজ্য আমার একটি পছন্দের বিষয়বস্তু। তাই ব্যবসা কেন ব্যর্থ হয় এর উপরে আমি সিরিজ আকারে পোস্ট তৈরি করব এবং যা ফ্রিতে এই প্লাটফর্মে বিতরণ করব।

আমার কনটেন্ট গুলো ভাল লাগলে আপনারা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার লিঙ্কডইন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ( জ্ঞান বিতরণ করলে কমবে না বরঞ্চ চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে ) এবং একটি আপভোট দিয়ে আমাকে উৎসাহিত করুন যাতে আমি পরবর্তীতে আরো ভালো কনটেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

পোষ্টের নিচে মন্তব্যর সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের আমি অবশ্যই আশা করি পোস্টগুলোর বিষয়বস্তু গুলো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেখানে মন্তব্য করুন অথবা আমাকে মেনশন করুন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের এই বিষয় সর্ম্পকে অনেক আগ্রহ আছে।


Rasel Rana
raselrana
462 Points

Popular Questions