একটি শিক্ষানীয় গল্প বলবেন কি?

1 Answers   6.2 K

Answered 2 years ago

= চলার পথে কখনো পিছনে তাকাতে নেই | ==

শূন্যে লাফাচ্ছে হরিণ... এক লাফেই তেইশ হাত !

আর বাঘ যায় এক লাফে বাাইশ হাত |

তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয় |

কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা | বাঘের হাতে হরিণকে কাবু হতে হয় | কিন্তু কেন ?

কারণ হলো, হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পিছন ফিরে তাকায়, বাঘের চাইতে সে কতোটা এগিয়েছে তা বুঝার জন্য |

আর এটাই হয় সর্বনাশের কারণ | পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে !

তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই | দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছা ||

'সংগৃহিত

Hafiza Khatun
hafizakhatun
501 Points

Popular Questions