একটি মেয়ে কয়টা বাচ্চা নিতে পারে?

1 Answers   4.1 K

Answered 2 years ago

মেয়েরা কি বাচ্চা তৈরি করার মেশিন? কোথায় কি বলতে হয় ,কোথায় কি লিখতে হয় ,সেসব আপনাদের কোন তাল, জ্ঞান ,বিবেক বুদ্ধি ,বলে কিছুই নেই, সমাজে আরো পাঁচটা ভালো মানুষের সাথে ওঠাবসা করুন ,তাতে আপনার জীবনে অনেক উন্নতি হবে। বাবা-মা কষ্ট করে স্কুলে পাঠায় যাতে তার ছেলে মেয়েরা কিছু শিক্ষা অর্জন করতে পারে। সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারে। সমাজের লোক আঙ্গুল তুলে বলতে না পারেন অমুক লোকের ছেলে ,এই কাজটা করেছে , এতে বাবা মার কত বড় মুখ উজ্জ্বল হয় সেটা আপনি জানেন?এমন কিছু কাজ করুন ,সে ভাবে লিখুন যাতে আপনার সাথে আপনার বাবার মার মাথাটা নিচু না করতে হয়। সবসময় চিন্তা করবেন সমাজের কাছে, বন্ধু-বান্ধবের কাছে মাথা উঁচু করে চলার । জীবনে যদি একবার মুখে কালি লাগে, সেটা কিন্তু অতি সহজে মুছে যায় না। মানুষ সামনে কিছু বলবে না, কিন্তু পিছনে সব সময় আলোচনা করতে থাকবে, বলতে থাকবে। ভালো থাকুন ,সুস্থ থাকুন।


Mirinali Debi
mirnalidebi
158 Points

Popular Questions