একটি মেয়েকে প্রোপোজ করার পর বলে আমি তোমাকে ভাইয়ের মতো দেখি। এই ক্ষেত্রে কি তাকে আর পাওয়ার সম্ভাবনা নেই?
0
0
1 Answers
3 K
0
Answered
1 year ago
না নেই। সহজ আর সোজা উত্তর। মেনে নেবেন কি নেবেন না সেটা আপনার রুচি শিক্ষা আর সভ্যতার ওপরে নির্ভর করে।
দেখুন আপনাকে যদি এমন কোন মেয়ে প্রপোজ করে যে দেখতে আপনার কাছে একেবারেই আকর্ষণীয় না। সে দেখতে বেশ ফর্সা কিন্তু আপনি শ্যামলা বরণ পছন্দ করেন। সে দেখতে বেশ স্লিম কিন্তু আপনি একটু মোটা গড়নের মেয়েদের প্রতি আকর্ষণ বোধ করেন। এক্ষেত্রে মেয়েটি যতই আপনাকে পছন্দ করুক আপনি তার প্রতি সেইভাবে দৃষ্টি দিতে পারবেন যেভাবে সে চাচ্ছে। হয়ত অনেক ছেলে যারা ফর্সা স্লিম মেয়ে খুঁজছে তাদের কাছে সে অপরূপ সুন্দরী, কিন্তু আপনি যা চান সে তা না। অন্যদিকে মেয়েটি যদি এটি নিয়ে আপনাকে চাপাচাপি করে তাহলে তার সাথে যে স্বাভাবিক সম্পর্ক, বন্ধুত্ব বা ভাতৃত্ববোধ আছে সেটাও নষ্ট হবে।
মেয়েটা আপনাকে ভাই বলে আসলে আপনাকে ফ্রেন্ডস জোনে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ সে আপনার প্রতি সেরকম কোন আকর্ষণ বোধ করে না সেটা জানিয়ে দিয়েছে।
আজকাল অনেক মেয়েরা ছলনা করেই এই কথা বলে থাকে যদিও সে আসলে পুরুষটির প্রতি একজন নারী হিসেবে আকর্ষণ বোধ করে। এরকম মেয়েরা ভীষণ ছলনাময়ী আর অবিশ্বস্ত হয়। যে যখন তখন কাউকে ভাই আবার তাকে প্রেমিক বানাতে পারে সে খুব একটা ভালো চরিত্রের নারী না। যদিও এই ভাই সেই রকম ভাই না যাকে বিয়ে করা যায় না। কারন সেক্ষেত্রে বিয়ের পর যখন সে বলবে ঐ ছেলেগুলো আমার ভাইয়ের মত বা আমার বন্ধুমাত্র, আপনি কি করে বিশ্বাস করবেন যে কদিন পরে সে বলবে না ওদের একজন আমার গোপন প্রেমিক, আমি আসলে ওর প্রতি সেই রকম আকর্ষণ বোধ করতাম।
সম্পর্কের বিষয়ে যে মেয়েরা সুস্পষ্ট না, তারা সকল ধর্মে চরিত্রহীনা নারী বলে বলা হয়েছে।
এবার আসছি আপনার প্রপোজ এর কথায়। আপনি প্রপোজ বলতে কি বুঝিয়েছেন সেটা স্পষ্ট না। যদি সামাজিকভাবে বিয়ের প্রপোজাল দিয়ে থাকেন তাহলে এতক্ষণ যা বললাম সেটাই প্রযোজ্য। কিন্তু যদি স্কুলের বাচ্চাদের মত আই লাভ ইউ বলে প্রপোজ করে থাকেন তাহলে আপনাকে আরও কিছু বলতে হচ্ছে।
দেখুন ছেলেদের মত মেয়েদের কাছে আই লাভ ইউ যথেষ্ট না। আপনার সাথে সম্পর্ক করার পর আপনি মজা করে চলে যাবেন। কিন্তু মেয়েটাকে ভাবতে হবে যদি সে গর্ভবতী হয় তাহলে তার বাচ্চার বাবা কে হবে, সমাজ কিভাবে নেবে, বাচ্চার খরচ কে দেবে।
এখন পুরুষ মানুষ হিসেবে আপনি যদি যোগ্য পুরুষ হন তাহলে সামাজিকভাবে বিয়ের প্রপোজাল দেয়ার অর্থ আপনি তার এই সমস্যাগুলোর সমাধান দিতে রাজী আছেন আর তার পাশে থাকবেন। কিন্তু স্কুলের বাচ্চাদের মত আই লাভ ইউ বলে কোন জবাব আশা করলে বুঝতে হবে আপনি এখনো কোন নারীর দায়িত্ব নেবার উপযুক্ত পুরুষ হননি। আর সেক্ষত্রে যে কোন মেয়ে আপনাকে স্কুলের বাচ্চাদের যেভাবে ভাইয়া বলে বিদায় করে আপনাকেও সেভাবেই শোনা ভাইয়া বলে বিদায় করবে।
এই সমস্যার সমাধান হল, আপনি তার ঘনিষ্ঠ কোন বান্ধবীর মাধ্যমে তাকে জিজ্ঞেস করুন যে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে তার আপত্তি আছে কি নেই? যদি না সুচক জবাব আসে তাহলে বিয়ের প্রস্তাব দিলেও সে ফিরিয়ে দেবে অর্থাৎ সে আসলেই আপনার প্রতি কোন আকর্ষণ বোধ করে না। আর যদি বলে আপনার ইচ্ছে, তাহলে কেবলমাত্র বিয়ের জন্যই মেয়েটি রাজী হবে, তাকে ঐ সব স্কুলের বাচ্চাদের মত আই লাভ ইউ বলে কাজ হবে না।
ahmedbee publisher