একটি ভালো মানের অ্যাপ তৈরি করতে কতদিন সময় লাগে এবং কত টাকা খরচ হয়? যদি নিজে তৈরি করি।

1 Answers   13.7 K

Answered 3 years ago

দেখুন এটা সম্পুর্ণ নির্ভর করবে আপনার এ্যাপ কি কাজ করবে এবং ডিজাইন কেমন হবে তার উপর।যত জটিল ডিজাইন এবং কাজ তত বেশী,তাই সময় এবং টাকাও বেশী লাগবে যদি প্রফেশনাল ডেভেলপার দিয়ে কাজ করিয়ে নেন।

যদি নিজে তৈরি করেন তাহলে তো কোনো টাকাই লাগবে না। আর মোটামুটি ভালো মানের এ্যাপ তৈরি করতে সর্বোচ্চ মাসখানেক লাগার কথা। উদাহরণস্বরূপ Blood Donor App নামে একটি এ্যাপ বানাতে আমার সপ্তাহ দুয়েক লেগেছিলো। প্রতিদিন কি পরিমান সময় দেবেন ডেভেলপমেন্টে/ডিজাইনে তার উপরেও নির্ভর করে কতটা সময় লাগবে।


Nadim Rayhan
nadimrayhan
486 Points

Popular Questions