Answered 2 years ago
জীবনের যে কোন বড় সিদ্ধান্ত নিতে গেলে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নেয়া উচিৎ। ব্যবসার জন্যেও তা প্রযোজ্য । আমরা অনেক ব্যবসা উদ্যোগ দেখি তারা শুরুতে খুব আগ্রহ নিয়ে ব্যবসার প্ল্যান শেয়ার করেন, সেইভাবে ওয়েবসাইট বা সফটওয়্যার করান। ২/১ বছর যেতে না যেতেই ই অবস্থা খারাপ হয়ে যায়, অনেক ওয়েবসাইট আর রিনিউ করেন না পরের বছরে। কারন জানতে চাইলে বলেন ভুল পার্টনার সিলেকশন, ভুল আইটেম সিলেকশন, আগে যা ভেবে ব্যবসা শুরুকরেছিলেন বাস্তবে সেরকম আইটেম বা সার্ভিস বিক্রি হচ্ছেনা , কাজেই লাভ হচ্ছে না; এরকম অনেক কারন শুনি ।
তাই আপনি যে ব্যবসা করতে চান, সেই বিষয়ে যারা ব্যবসা করছেন আগে থেকে , তাদের কাছে বসে এক্সপেরিয়েন্স জেনে নিজের পলিসি তৈরি করতে পারবেন। মনে রাখবেন , একটি ভুল বহু বছরের কান্নার কারন হতে পারে, ঋণগ্রস্ত করে ফেলতে পারে, সমাজে মান সম্মান নস্ট করতে পারে, সুখ শান্তি নস্ট করতে পারে ।
rayahan publisher