Answered 2 years ago
মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন প্রশ্নটি বসে কিংবা শুয়ে টাইপ করছিলেন তখনই কিন্তু আপনি প্রশ্নের উত্তরের উদাহরণ তৈরি করলেন। এই যে আপনি বসে কিংবা শুয়ে আমার উত্তরটি পড়ছেন, আপনি কি ওজন অনুভব করছেন না? করছেন। তার কারণ, পৃথিবীর সর্বক্ষণ আপনাকে g ত্বরণে টানছে। কিন্তু আপনি স্থির রয়েছেন অর্থাৎ আপনার বেগ শুণ্য কিন্তু ত্বরণ অশূন্য। আরেকটি উদাহরণ হচ্ছে, সরল দোলকের ববটি যখন বিস্তারে আসে অর্থাৎ সর্বোচ্চ সরণে পৌছায়। সেসময় এর বেগ শুণ্য কিন্তু ত্বরণ সর্বোচ্চ।
liton publisher