একটি বন্দুককে যদি কোনো দৃঢ় দেয়ালের সাথে মিলিয়ে রেখে (ফাঁকা না রেখে) গুলি করা হয় তাহলে বন্দুকের ভরবেগ কোন দিকে হবে এবং কেন হবে?

1 Answers   2 K

Answered 2 years ago

বন্দুকে গুলি করার পর গুলি ব্যারেল দিয়ে সামনে এগিয়ে যায়। এসময় এটি acceleration বা তরন লাভ করে। এই তরন ব্যারেল থেকে বের হওয়ার পর আর কাজ করে না, তার পর এটি সমবেগে এগিয়ে যায়(বাতাসের বাধা ছাড়া)। নিউটনের ত্রিতিয় সুত্র অনুসারে, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যতক্ষন পরযন্ত ব্যারেল এ গুলির তরন হয়, ততক্ষণ বন্দুকও সমান কিন্তু বিপরীত তরন লাভ করে(মানে আপনি পেছনে ধাক্কা অনুভব করেন)।

এখন আপনি বন্দুকের ব্যারেল এর সামনে দেওয়াল দিয়ে বন্ধ করলেও ব্যারেল এর ভেতরে থাকাকালীন গুলির তরন বা accelaration কে আপনি বন্ধ করতে পারবেন না অর্থাৎ আপনি বন্দুকের পেছন দিকে ধাক্কাও বন্ধ করতে পারবেন না। আসলে বন্দুকের সামনে আপনি খোলা রাখুন বা বন্ধ রাখুন, কোনো পারথক্য হবে না। কারন ব্যারেল থেকে বের হওয়ার পর এমনিতেই বন্দুক আর পেছনে ধাক্কা অনুভব করে না।

তবে, একটা জিনিস হতে পারে। দেওয়াল দিয়ে ব্যারেল এর মুখ বন্ধ করলে ভেতরে তৈরি হওয়া উচ্চ চাপ বের হতে না পেরে বন্দুকের ব্যারেল ফেটে যেতে পারে(এটা খুবই সাধারন)।

Mst Salma Khatun
mstsalmakhatun
408 Points

Popular Questions