একটি পাত্রে 0.01 M ঘনমাত্রার বেরিলিয়াম নাইট্রেট রয়েছে সেখানে 0.1 M বেরিলিয়াম ক্লোরাইড যোগ করলে বেরিলিয়াম নাইট্রেট এর দ্রাব্যতার কোন পরিবর্তন হবে কি?

1 Answers   9.4 K

Answered 2 years ago

আমরা জানি সম আয়নের প্রভাবে কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবের দ্রাব্যতা হ্রাস পায় কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল একই থাকে।

BaNO3  দ্রবণের ঘনমাত্রা  S=0.01M 

BaNO3  এর দ্রাব্যতা গুণফল  =[Ba2+][NO–3]=S.S=S2 

=(0.01)2 

এখন  0.1M   BaCl2  দ্রবণ যোগ করা হলে ধরা যাক নতুন দ্রাব্যতা  S′  ।তাহলে  BaNO3 এর দ্রাব্যতা গুণফল  =S′(0.1+S′) 

প্রশ্ন মতে  (0.01)2=S′(0.1+S′) 

⟹S′2+0.1S′–0.012=0 

⟹S′=–0.1±0.12+4.0.012−−−−−−−−−−−√2 

⟹S′=–0.1+0.10198032 

S′=9.901951×10–4M 

যেহেতু  0.01M>9.901951×10–4M 

সুতরাং  Ba2+ সমআয়নের প্রভাবে  BaNO3  এর দ্রাব্যতা হ্রাস পেয়েছে।

হ্রাসকৃত দ্রাব্যতার পরিবর্তন  =((0.01–9.901951×10–4) 

=9.009804×10–3 


Harun Khan
Harun Khan
630 Points

Popular Questions