Answered 2 years ago
একটা দেশের পররাষ্ট্রনীতিই বেশি পরিবর্তন হয়। যখন যে দল ক্ষমতায় আসে তখন সে দল তার স্বার্থ ও সুবিধা অনুযায়ী পররাষ্ট্রনীতি তৈরি করে। বাইরে বাইরে মৌখিক আলগা আলাপ একই থাকে তবে ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়।
পার্লামেন্টে যে দল ক্ষমতায় থাকে সে দল তাদের বানানো নিয়ম অনুযায়ী বৈদেশিক সম্পর্কিত আইন কানুন নিয়ম নীতি পরিবর্তন করতেই পারে। শিক্ষানীতি পররাষ্ট্রনীতি সব নীতিই সংসদে পরিবর্তন করা যায়।
mahirkhan publisher