Answered 2 years ago
মন্ত্রী, এমপি, জেলা প্রশাসক, থানার ওসি, ছাত্রলীগ, চেয়ারম্যান ইত্যাদি সব শ্রেনীর লোকই ক্ষমতাবান। এদের চেয়েও বেশি ক্ষমতাবান তাদের ছত্রছায়ায় থাকা লোকজন। আমি নিজে দেখেছি, একজন লোক মন্ত্রী, এমপি না, এমন কি চেয়ারম্যানও না তবু তার বাসায় সারারাত সাত জন পুলিশ গার্ড দেয়। লোকটা অনেক ধনী। তার এলাকার মন্ত্রীর মাধ্যমে সে সীমাহীন টাকার মালিক হয়েছে। পুলিশ তাকে হাজারবার সালাম দেয়। তার অঞ্চলে কোনো অনুষ্ঠান হলে তাকে প্রধান অতিথি করা হয়।
ক্ষমতা খুব খারাপ জিনিস। মানুষকে বদলে দেয়। বাংলাদেশে যাদের টাকা আছে, তারাই ক্ষমতাবান। আর টাকা আছের কাদের? রাজনীতিবিদ, এবং তাদের ছত্রছায়ায় থাকা লোকজন। আমাদের দেশের একটা অলিখিত নিয়ম আছে, একজন রাস্তার ফকিরও যদি রাজনীতি করে সে সীমাহীন টাকার মালিক হয়ে যাবে। হাসিনার আমলে বহু লোক সীমাহীন টাকার মালিক হয়েছে। এদের বলা হয় নব্য ধনী। কমপক্ষে দেশে দুই লাখ নব্য ধনী আছে। ক্ষমতা থাকলে আমাদের মতো দরিদ্র দেশেও উন্নত জীবনযাপন করা যায়।
mrgroot publisher